সাকিব না থাকলেও তেতে ওঠার আগুন পাচ্ছেন মাহমুদউল্লাহ

সাকিব আল হাসান না থেকেও যেন অনেকটা জুড়েই থাকছেন বাংলাদেশ-ভারত সিরিজে। সাকিব যে ঘটনায় খেলার বাইরে গেছেন, হাওয়া উত্তপ্ত করতে সেটাই রাখছে মূল ভূমিকা। কোচ রাসেল ডমিঙ্গো কিংবা অধিনায়ক মাহমুদউল্লাহ- দুজনকেই বোঝাতে হচ্ছে যে সাকিবকে ছাড়াও সেরাটা দেওয়ার জন্য তারা প্রস্তুত। কিন্তু আনুষ্ঠানিক এসব কথাবার্তার বাইরে তারাও জানেন, সাকিবের এই না থাকার বড় প্রভাব আছেই। প্রথম ম্যাচের আগের দিন অধিনায়ক তাই পুরো বিষয়টা ঘুরিয়ে দিলেন অন্য দিকে।
mahmudullah
মাহমুদউল্লাহ। ছবি: বিসিবি

সাকিব আল হাসান না থেকেও যেন অনেকটা জুড়েই থাকছেন বাংলাদেশ-ভারত সিরিজে। সাকিব যে ঘটনায় খেলার বাইরে গেছেন, হাওয়া উত্তপ্ত করতে সেটাই রাখছে মূল ভূমিকা। কোচ রাসেল ডমিঙ্গো কিংবা অধিনায়ক মাহমুদউল্লাহ- দুজনকেই বোঝাতে হচ্ছে যে সাকিবকে ছাড়াও সেরাটা দেওয়ার জন্য তারা প্রস্তুত। কিন্তু আনুষ্ঠানিক এসব কথাবার্তার বাইরে তারাও জানেন, সাকিবের এই না থাকার বড় প্রভাব আছেই। প্রথম ম্যাচের আগের দিন অধিনায়ক তাই পুরো বিষয়টা ঘুরিয়ে দিলেন অন্য দিকে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল রবিবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ভারত-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে।

সাকিবের আকস্মিক নিষিদ্ধ হওয়া এবং দিল্লির বায়ুদূষণের ঝাপটায় মাঠের ক্রিকেট নিয়ে আলাপ হচ্ছে কমই। প্রথম টি-টোয়েন্টির আগেও মাঠের বাইরের এই দুটো ইস্যু বড় হয়ে দেখা দিল। দুঃসময়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়া মাহমুদউল্লাহ বুঝিয়ে দিলেন, সাকিব ইস্যুতে তারা আর পড়ে থাকতে চাইছেন না। দলের সবাইকে এরই মধ্যে তিনি দিয়েছেন সেই বার্তাও, ‘সাকিবের ওই সংবাদ বা শেষ কিছু দিনে বাংলাদেশে যা ঘটেছে, আমরা সেখান থেকে সরে এসেছি। দেশে থাকতেই আমরা এই ব্যাপারে কথা বলেছি। এখানে এসে রাসেল (ডমিঙ্গো) কথা বলেছে দলের সবার সঙ্গে, আমি কথা বলেছি। দল হিসেবে আমরা আমাদের কাজটুকু কতটা ভালোভাবে করতে পারি তা নিয়ে কথা বলেছি। বাংলাদেশ দলের জন্য আমরা আমাদের পারফরম্যান্স কতটা ভালো করতে পারি তা নিয়েও কথা হয়েছে। এই দিকটায় সবার মনোনিবেশ করা উচিত। আমার মনে হয়, সবাই ওইভাবেই চিন্তা করছে।’

সাকিব না থাকাতেই বরং আরেকটি দুয়ার খোলার সম্ভাবনা দেখছেন মাহমুদউল্লাহ। তার কাছে সাকিবের ছায়া থেকে বেরিয়ে বড় কিছু করার এই তো সুযোগ, ‘আমি শুধু এটুকু বলতে পারি, আমরা এটাকে কোনো চাপ হিসেবে নিচ্ছি না। আমরা বরং অনুপ্রাণিত যেন ভালো পারফরম্যান্স করতে পারি। কারণ সাকিবের অনুপস্থিতি সবার জন্যই- আমিসহ প্রত্যেক খেলোয়াড়ের জন্যই সমান সুযোগ। ওরা যেন সাকিবের জায়গাটা (পূরণ করতে পারে)। আমি জানি, সাকিবের জায়গা পূরণ করা এত সহজ না। কারণ একজন সাকিব একদিনে তৈরি হয়নি। ১০/১১/১২ বছর ধরে ও আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করে আসছে। তারপরও আমাদের যতটুকু সামর্থ্য আছে, ওই জায়গাটা যেন পূরণ করতে পারি।’

Comments