উইকেটে ঘাসের ছোঁয়া, বড় রান দেখছেন মাহমুদউল্লাহ
দিল্লিতে এর আগে কখনো কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। এখানকার উইকেট, আবহাওয়া সবই তাই একেবারে নতুন। নতুন বলেই উইকেট নিয়ে আছে বাড়তি কৌতূহল। শনিবার (২ নভেম্বর) সকালে অনুশীলন সেরে উইকেট দেখে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর মনে হয়েছে উইকেটে আছে ঘাসের ছোঁয়া, তাতে আসলে সুবিধা পাবেন ব্যাটসম্যানরাই।
আগামীকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগের দিন অনুশীলনে লম্বা সময় কাটিয়েছে বাংলাদেশ দল। উইকেট দেখে ম্যাচের দিনের পরিকল্পনা সাজিয়েছেন অধিনায়ক ও কোচ।
বাংলাদেশের স্কোয়াডে আছেন চার পেসার আর তিন স্পিনার। সাকিব আল হাসান না থাকায় কম্বিনেশন নিয়ে এক রকম বিড়ম্বনা আছেই। উইকেট বুঝতে পারা না পারলে সেটা বেড়ে যায় আরও। মাহমুদউল্লাহর কথায় আভাস মিলল, অন্তত তিনজন পেসার নিয়েই নামতে পারেন তারা, ‘পিচ দেখে মনে হয়েছে কিছুটা ঘাস আছে। আমার মনে হয়, ভালো উইকেট হবে। ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আমাদের ব্যাটসম্যানদের জন্য অনেক বড় একটা দায়িত্ব যেন ভালো একটা রান বোলারদের আমরা দিতে পারি। এমন রান যেটা তারা ডিফেন্ড করতে পারবে।’
উইকেটে তিন পেসার রাখলে বিশেষজ্ঞ স্পিনারও থাকতে পারেন দুজন। অর্থাৎ পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ।
সাধারণত ভারতের উইকেটগুলোতে ঘাস রাখা হয় ব্যাটসম্যানদের সুবিধা দিতেই। এতে থাকে না উইকেটের মন্থর ভাব। বল ব্যাটে আসায় রানও করা হয় সহজ।
দিল্লিতে অবশ্য এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। যার মধ্যে তিনবার প্রথমে ব্যাট করা দল ছাড়িয়েছে দেড়শো। ২০১৭ সালে এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ছাড়িয়েছিল দুশো। সব কিছু দেখে ব্যাটসম্যানদের দিকেই দায়িত্বের ভার দিচ্ছেন অধিনায়ক, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যাটসম্যানদের দায়িত্ব একটু বেশি। কারণ বেশিরভাগ সময় ভারতের উইকেটগুলো ভালো থাকে (ব্যাটিংয়ের জন্য)। আমরা যেন যথাযথ ব্যাটিং করে, পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করে স্কোর বোর্ডে ভালো একটা রান তুলতে পারি।’
বাংলাদেশ অধিনায়ক উইকেট দেখে ধারণা পেলেও স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা জানালেন উইকেট দেখেননি, এই নিয়ে খুব একটা ভাবনাও নেই তার, ‘আমি এখনও উইকেট দেখিনি। এখনও বেশ সময় আছে। ম্যাচের দিন উইকেট দেখে ঠিক করব…যদি ঘাস থাকে তাহলে তিন পেসার খেলাব, যদি স্পিনারদের জন্য সহায়তা থাকে, তাহলে বাড়তি স্পিনার খেলাব। আমাদের সব প্রস্তুতিই রয়েছে।’
Comments