একাদশে তিন পেসারের ভাবনা
উইকেটে ঘাস দেখে কোচের সঙ্গে আলাপ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই আলাপ গোপনীয়, কিন্তু তার আভাস আর খুব একটা লুকালেন না। আলাদা করে নাম নিলেন তিন পেসারের, তাদের সঙ্গী যে স্পিনার সেই আমিনুল ইসলাম বিপ্লবের নাম উচ্চরিত হলো সবচেয়ে বেশি।
রবিবার (৩ নভেম্বর) দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে অনেক দিন পর দেখা যেতে পারে তিন পেসার। একসঙ্গে নামতে পারেন মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন আর শফিউল ইসলাম। বিপ্লব তো আছেনই, তার সঙ্গে হাত ঘুরিয়ে পুষিয়ে দেওয়ার জন্য থাকছেন মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন আর অধিনায়ক স্বয়ং।
তবে উইকেটের হাল হকিকতে ভরসা পেলে বাঁহাতি স্পিনার আরাফাত সানিও ফিরতে পারেন তিন বছর পর। অতটা সাহসী সিদ্ধান্তে এলে পাঁচ বোলার নিয়েও নামতে পারে বাংলাদেশ। তবে চারজন বিশেষজ্ঞ বোলারে খেলালেও তার তিনজনই যে পেসার তা অনেকটা নিশ্চিত। অধিনায়ক রাখঢাক না রেখেই নাম নিয়েও বুঝিয়েছেন, ‘আমি খুশি, আল আমিন ফিরেছে। অনেক দিন ধরে বাংলাদেশ দলের হয়ে খেলেছে ও। আল আমিনের সঙ্গে মোস্তাফিজ, শফিউলের মতো অভিজ্ঞ পেসার রয়েছে।’
স্কোয়াডে লেগ স্পিনের ঘাটতি মেটাতে তরুণ বিপ্লব কতটা দামি অধিনায়ক তাও বুঝিয়েছেন একাধিকবার।
তামিম ইকবাল না থাকায় এই দলের মূল ওপেনার এখন লিটন দাস। তার সঙ্গী হওয়ার দৌড়ে অনেক ব্যর্থতার পরও এগিয়ে সৌম্য সরকার। তিনে সাকিব আল হাসানের জায়গাটা দেওয়া হতে পারে আফিফ হোসেনকে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন নামবেন পরপর।
আরাফাত সানিকে একাদশের বাইরে রাখলে সুযোগ মিলতে পারে মোহাম্মদ মিঠুন নয়তো নাঈম শেখের। নাঈমকে রাখলে আবার ব্যাটিং অর্ডারে আসবে কিছুটা অদল-বদল।
Comments