খেলা

বিপ্লবেই আশা-ভরসা মাহমুদউল্লাহর

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে মাত্রই বোলিং সেশন করে ফিরছেন। খেলছেন তো? জিজ্ঞেস করতেই মুখে লাজুক হাসি। সে হাসিতে নিশ্চিন্ত একটা ভাব। খানিক পর অধিনায়ক মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে তার নাম যেভাবে জপলেন, তাতে আমিনুল ইসলাম বিপ্লবের প্রথম ম্যাচ না খেলা হবে বিস্ময়ের।
Aminul Biplab
ছবি: একুশ তাপাদার

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে মাত্রই বোলিং সেশন করে ফিরছেন। খেলছেন তো? জিজ্ঞেস করতেই মুখে লাজুক হাসি। সে হাসিতে নিশ্চিন্ত একটা ভাব। খানিক পর অধিনায়ক মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে তার নাম যেভাবে জপলেন, তাতে আমিনুল ইসলাম বিপ্লবের প্রথম ম্যাচ না খেলা হবে বিস্ময়ের।

মাত্র একটাই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রতিপক্ষ ছিল একেবারেই সহজ। পরিস্থিতি ছিল অনুকূলে। নিজের কাজটা করতে পারায় ১৮ রানে ২ উইকেট নিয়ে আলো কেড়েছেন। বাংলাদেশের একজন লেগ স্পিনার এমন ভালো করায় তারকাখ্যাতি মিলতেও দেরি হয়নি।

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে হুট করে ডাক পাওয়ার আগে কোনো হিসাবেই ছিলেন না। এমনকি ব্যাটিংয়ের আড়ালে নিজের বোলিং প্রতিভা নিজেও টের পাননি অতটা। সেই বোলিং তাকে নিয়ে এসেছে সর্বোচ্চ মঞ্চে। প্রথম পরীক্ষায় জিম্বাবুয়ের মতো সহজ প্রতিপক্ষ পাওয়া গিয়েছিল। এবার সামনে ভারত। বড় পরীক্ষা, বলা চলে অগ্নিপরীক্ষা।

তার আগে অবশ্য নিজেকে যেখানে যেখানে প্রমাণ করা দরকার করেছেন। ভারতে আসার আগে জাতীয় দলের ক্যাম্পে দুটো প্রস্তুতি ম্যাচেই তার কব্জির মুন্সিয়ানা নজর কেড়েছে, আশা জাগিয়েছে, ভরসার গান শুনিয়েছে।

প্রথম টি-টোয়েন্টির আগের দিন অধিনায়কের কণ্ঠেও পাওয়া গেল সে সুর, ‘বিপ্লব আমাদের জন্য দারুণ আবিষ্কার। আমরা একজন রিস্ট স্পিনার খুঁজছিলাম। এই ট্যুরে তার জন্য কিছু করার বড় সুযোগ।’

আগামীকাল রবিবার (৩ নভেম্বর) রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানদের সামনে এই লেগির বুক কাঁপে কিনা, নাকি দেখিয়ে দেন আরও বড় কোনো জাদু, তা-ই দেখার অপেক্ষা।

Comments

The Daily Star  | English

Covid impact, inflation push up poverty

Around 27.51 lakh more Bangladeshi people fell into poverty in 2022 due to the global food price hike and post Covid-19 impacts, according to a paper by a researcher at the International Food Policy Research Institute (IFPRI).

48m ago