সিরাজগঞ্জে আ. লীগ নেতা গুলিতে নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিয়া ইউনিয়ন শাখার আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
murder logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিয়া ইউনিয়ন শাখার আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত বকুল হোসেন আওয়ামী লীগের বাগবাটিয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাগবাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

গতকাল (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে বকুল গুলিবিদ্ধ হন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে চড়ে বাগবাটিয়া বাজার থেকে বকুল হোসেন বাড়ি ফেরার সময় দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে হত্যা করে। সেসময় মোটরসাইকেল চালক আহত হন।

“হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি যে পূর্ব-শক্রতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে,” যোগ করেন পুলিশ কর্মকর্তা।

Comments