জামিন পেলেন ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জামিন দিয়েছেন শ্রম আদালত।
আদালতে ড. ইউনূস আত্মসমর্পণ করলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভীন আজ (৩ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন।
এর আগে, আগামী ৭ নভেম্বর পর্যন্ত তাকে হয়রানি বা গ্রেপ্তার না করার জন্যে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
একইসঙ্গে উচ্চ আদালত আগামী ৭ নভেম্বরের আগে ড. ইউনূসকে বিচারিক আদালতের সামনে আত্মসমর্পণ করতে বলেছিলেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংস্থা গ্রামীণ কমিউনিকেশনস এর তিন কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনায় তিনটি মামলায় ড. ইউনূসের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আরও পড়ুন:
৭ নভেম্বর পর্যন্ত ড. ইউনূসকে গ্রেপ্তার করা যাবে না, সরকারকে হাইকোর্ট
Comments