জানুয়ারিতে ঢাকায় দুই সিটির নির্বাচন

আগামী জানুয়ারিতে একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আগামী জানুয়ারিতে একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন,  নভেম্বরের ১৮ তারিখের পর যেকোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে এই দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। আর যেহেতু এখনো সময় হয়নি তাই চট্টগ্রামের বিষয়ে  কোনো সিদ্ধান্ত হয়নি। মার্চের শেষ বা তার পরে নতুন ভোটার তালিকার মাধ্যমে সেখানে ভোট হবে।

ঢাকার দুই সিটিতে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোটগ্রহণ হতে পারে বলেও জানান তিনি।

সিটি নির্বাচনে কোনো আইনি জটিলতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো আইনি জটিলতা আমরা এখনো দেখছি না।

ইভিএমের মাধ্যমে ভোট চ্যালেঞ্জ মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জতো বটেই। তবে আমরা এ  নির্বাচনে আয়োজনে সক্ষম।

দল কোনো আপত্তি জানালে তখন কী করবেন জানতে চাইলে সচিব বলেন, এই বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

5h ago