বড় মঞ্চে সুযোগ পেলেন তরুণ নাঈম
বেশ কয়েকদিন থেকে জাতীয় দলের আশপাশে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে দলে এসেছিলেন ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। সেবার ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবার তামিম ইকবাল না থাকায় ভারতে মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে অভিষেক করানো হয়েছে তাকে।
নাঈম খেলবেন আগের দিন থেকেই আভাস ছিল। তিন পেসার আর এক লেগ স্পিনার নিয়ে সাজানো একাদশে ব্যাটিং অর্ডার বেশ লম্বা।
তামিম না থাকায় লিটন দাসই আছেন মূল ওপেনারের ভূমিকায়। তার সঙ্গেই প্রথমবার বাংলাদেশের জার্সিয়ে গায়ে নামছেন নাঈম। তিনে দেখা যাবে সৌম্য সরকারকে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন আর মোসাদ্দেক হোসেন ধরবেন মিডল অর্ডারের হাল।
লেগ স্পিনার হিসেবে খেললেও ব্যাটিংয়েও পটু আমিনুল ইসলাম বিপ্লব খেলবেন আটে। বাকি তিন জায়গায় তিন পেসার শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমা ও আল-আমিন হোসেনের।
২০ বছর বয়সী নাঈম ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলছেন ৭ ম্যাচ। তাতে এখনো সেভাবে আলো ছড়ানো হয়নি তার। তবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আগ্রাসী ব্যাট চালিয়ে নিজেকে আলোয় এনেছিলেন। অভিজ্ঞ তামিমের অনুপস্থিতিতে এই তরুণের সুযোগ এখন বড় মঞ্চে নিজেকে মেলে ধরার।
Comments