ভারতকে তাদের মাটিতে হারাতে পারে একমাত্র বাংলাদেশ: বিসিবি প্রধান

Nazmul Hasan
ফাইল ছবি

বিশ্বের সব জায়গাতেই দাপট দেখানোর সামর্থ্য আছে ভারতের। তবে নিজেদের দেশে খেলা হলে তারা অনেকটা অপ্রতিরোধ্য। সর্বশেষ বেশ কয়েকটা সিরিজে বড় বড় প্রতিপক্ষকে গুঁড়িয়েই জিতে চলেছে তারা। বিসিবি প্রধান নাজমুল হাসান দিল্লিতে খেলা দেখতে এসে বললেন, এই অপ্রতিরোধ্য ভারতকে তাদের মাঠে হারালে হারাতে পারে কেবল বাংলাদেশ।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার ধাক্কায় বিপর্যস্ত বাংলাদেশ দল দিল্লিতে খেলতে এসে পড়ে বায়ু দূষণের কবলে। নানান কারণে কোণঠাসা দলকে সাহস দিতে শনিবার দিল্লি এসে পৌঁছান বোর্ড প্রধান। এখানকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে আয়োজকদের সঙ্গে দেনদরবারও চালিয়েছেন তিনি।

একে তো শক্তিশালী প্রতিপক্ষের ঘরের মাঠ। তার উপর সেরা দুই তারকাকে ছাড়া খেলতে আসা। এতসব বিরূপ অবস্থাতেও বোর্ড প্রধান ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে শোনালেন বড় আশাবাদ, ‘আজকের খেলা নিয়ে বলি- ভারত অনেক শক্তিশালী দল সবাই জানে। আমাদের চেয়ে শক্তিশালী তো বটেই। ভারতে এসে ভারতকে হারানো অনেকটা অসম্ভব। কারণ আমরা বিগত খেলাও যদি দেখি অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকা বড় বড় দলগুলো ওরা এসেও হিমসিম খেয়েছে। ওরা দাঁড়াতেও পারেনি। কিন্তু একটা কথাও বলি ওদের দেশে এসে যদি কেউ ওদের হারাতে পারে সেটা বাংলাদেশ।’

দারুণ খেলে ভারতকে হারানো স্বপ্ন দেখাই যেতে পারে। কিন্তু তার আগে বাংলাদেশকে লড়তে হচ্ছে দিল্লির বায়ু দূষণের বিপক্ষেও। এই ব্যাপার নিয়েও বিসিসিআই’র সঙ্গে কথা বলেছেন বোর্ড প্রধান। নিজে সরাসরি এসে পরিস্থিতি দেখে জানিয়েছেন উদ্বেগ, ‘বিমানবন্দরে নামার পরে আমি তো বিশ্বাসই করতে পারিনি। বিমানবন্দরের ভেতরেই তো স্মুগ দেখলাম। এটা তো কুয়াশা না স্মুগ। কাল দলের সঙ্গে বসলাম। আজ সকালে উঠে প্রথমেই বাইরে আসলাম, আরও খারাপ। এত খারাপ কল্পনাই করা যায় না। তখন থেকেই বলছি এটা কীভাবে খেলা হবে। বল দেখবে কীভাবে। আমরা তো কিছুই দেখতে পারছি না। এটাই আসলে একটা বাস্তবতা।’

‘প্রথম থেকেই ওরা বলছিল এটা আসলে শিফট (ভেন্যু বদল) করা যাবে না। ওরা বলছে অনেক দেরি হয়ে গেছে। এটা এখন আর বদলানো যাবে না। এটা নিয়ে হতাশ ছিলাম। আজও ওদের সঙ্গে বসেছিলাম। ওরা যেটা বলছে সকাল থেকে যত বেলা গড়াবে পরিস্থিতি ভাল হবে।’

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago