সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ এক নয়: রোহিত শর্মা

বাংলাদেশকে কি হালকাভাবে নিয়েছিলেন? ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্ন শেষ করার আগেই চেহারার বিরক্তিভাব নিয়ে রোহিত শর্মা দিলেন কড়া জবাব। টি-টোয়েন্টিতে আগের ৮ দেখার সবগুলোতেই বাংলাদেশের বিপক্ষে জয় আছে ভারতের, এই তথ্য মনে করিয়ে দিতেই ভারত অধিনায়ক স্পষ্ট জানালেন, সেই আগের বাংলাদেশ তো আর এখন নেই। নতুন নতুন খেলোয়াড়ের সম্মিলনে এই বাংলাদেশ অন্যরকম।
Rohit Sharma
ফাইল ছবি: একুশ তাপাদার

বাংলাদেশকে কি হালকাভাবে নিয়েছিলেন? ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্ন শেষ করার আগেই চেহারার বিরক্তিভাব নিয়ে রোহিত শর্মা দিলেন কড়া জবাব। টি-টোয়েন্টিতে আগের ৮ দেখার সবগুলোতেই বাংলাদেশের বিপক্ষে জয় আছে ভারতের, এই তথ্য মনে করিয়ে দিতেই ভারত অধিনায়ক স্পষ্ট জানালেন, সেই আগের বাংলাদেশ তো আর এখন নেই। নতুন নতুন খেলোয়াড়ের সম্মিলনে এই বাংলাদেশ অন্যরকম। 

২০০৯ সালে টি-টোয়েন্টিতে দুদলের প্রথম দেখায়। ২০১৮ সালে নিদহাস ট্রফি পর্যন্ত আরও সাতবারের দেখায় একবারও বাংলাদেশ হারাতে পারেনি ভারতকে। তবে ২০১৬ সাল থেকেই বারবারই শেষ মুহূর্তে ম্যাচ জমিয়ে হেরেছে বাংলাদেশ।

নবম দেখায় বাংলাদেশ জেতার পর রোহিত জানালেন, ওই আগের বাংলাদেশ থেকে এই দল স্কিল, সামর্থ্য সব দিক থেকেই এগিয়ে, আছে সেরাদের কাতারেই, ‘৮ ম্যাচ, ঠিক? আপনি বলতে চাইছেন যখন টি-টোয়েন্টি খেলা শুরু করেছিলাম তখন থেকে? ওটা তো অনেক আগের কথা ভাই। তখন তো তারা আরেকরকম দল ছিল। এখন তারা অনেক ভিন্ন। অনেক নতুন খেলোয়াড় এসেছে। এমন দলকে হালকা ভাবে নেওয়ার প্রসঙ্গ আসে কোত্থেকে? খেলায় বিশেষ করে ক্রিকেটের ক্লাসে সবাই আমরা একইরকম ছাত্র। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ আমাদের কাছে একইরকম।’

‘রেকর্ড রেকর্ডের মতো থাকে। আমরা যখন খেলতে নামি তখন এসব রেকর্ড কাজে আসে না। যখন একটা নতুন খেলায় নামি তখন  নতুনভাবেই সব ভাবতে হয়।’

ম্যাচ হারার পর সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া বিস্ফোরক এই ওপেনার জানান, বাংলাদেশ সব দিক থেকেই এগিয়ে থেকে জিতেছে। কৃতিত্বটা তাদের পাওয়া না।

Comments

The Daily Star  | English
electoral irregularities

EC allows 29 more local observers to monitor polls

The Election Commission today allowed 29 more local observers to monitor the upcoming national election

53m ago