‘আমি বা রিয়াদ ভাই না থাকলেও বাংলাদেশ এগিয়ে যাবে’

সিরিজে মাত্র ক’দিন আগে নিষিদ্ধ হয়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তারও আগে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন পারিবারিক কারণে। ভারতে বাংলাদেশ খেলতে এসেছিল বিপর্যস্ত হালে, চিড় ধরা মনোবল নিয়ে। কিন্তু দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকা এমন খেলোয়াড়দের ছাড়াই ভারতের বিপক্ষে ভারতের মাটিতেই জিতে গেছে বাংলাদেশ। ম্যাচ জয়ের নায়ক মুশফিকুর রহিম মনে করেন শুধু সাকিব, তামিম কেন। তিনি বা মাহমুদউল্লাহ রিয়াদ না থাকলেও ঠিকই এগিয়ে যাবে দল।
Mushfiqur Rahim
ছবি: বিসিবি

সিরিজে মাত্র ক’দিন আগে নিষিদ্ধ হয়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তারও আগে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন পারিবারিক কারণে। ভারতে বাংলাদেশ খেলতে এসেছিল বিপর্যস্ত হালে, চিড় ধরা মনোবল নিয়ে। কিন্তু দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকা এমন খেলোয়াড়দের ছাড়াই ভারতের বিপক্ষে ভারতের মাটিতেই জিতে গেছে বাংলাদেশ। ম্যাচ জয়ের নায়ক মুশফিকুর রহিম মনে করেন শুধু সাকিব, তামিম কেন। তিনি বা মাহমুদউল্লাহ রিয়াদ না থাকলেও ঠিকই এগিয়ে যাবে দল।

ভারত শক্তিশালী দল। ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য। তাদের বিপক্ষে সেরাদের পাওয়া যাচ্ছে না। সিরিজের আগে নানান ঘটনায় প্রস্তুতিটাও ছিল ফোকাসের বাইরে। এমন দলের হয়ে বাজি ধরবে কে? কিন্তু মুশফিকুর রহিমের ৪৩ বলে ৬০ রানের ইনিংস। সবার সম্মিলিত বোলিং। ব্যাটিংয়ে তরুণ ও অভিজ্ঞদের মিলিত নৈপুণ্যে ম্যাচটা ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ভারতের ১৪৮ রান পেরিয়েছে ৩ বল আগে।

ভারতের মতো দলকে হারানোর পাশাপাশি, মূল খেলোয়াড় ছাড়া জেতার মাহাত্ম মুশফিকের কাছে ধরা দিচ্ছে অনেক বড় প্রেক্ষাপটে, ‘আমরা বেশ কিছু নিয়মিত খেলোয়াড়কে ছাড়া খেলেছি। কিন্তু তরুণরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন।  বিশেষ করে বোলাররা ভারতের এমন উইকেটে যেভাবে বোলিং করেছে তা সত্যিই প্রশংসনীয়।  ওরাই ম্যাচটা সেটআপ করে দিয়েছে।  লক্ষ্য তাড়া করার মতোই ছিল।  উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না।  নতুন বলে এবং তাদের ভালোমানের স্পিনারের বিপক্ষে রান তোলা কঠিন ছিল।  তবুও বলবো দলের প্রত্যেকে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।’

মুশফিক জোর গলাতেই বললেন, এই দল থেকে যদি তিনি বা মাহমুদউল্লাহও কোন কারণে না থাকেন তবু কোন কিছুই থেমে থাকবে না। তারকা নির্ভরতা ছাপিয়ে দল হিসেবেই এগিয়ে যাবে বাংলাদেশ  ‘সাকিব আমাদের জন্য অনেক বড় খেলোয়াড়, তামিমও আমাদের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক ম্যাচ তারা একা হাতে জিতিয়েছে। তাদের দুজনকেই মিস করেছি। কিন্তু এটা অনেক বড় সাইন যে তাদের ছাড়াও বাংলাদেশ জিততে পারে। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি আগামীতে আমি বা রিয়াদ ভাইও যদি না থাকি বাংলাদেশ দল এগিয়ে যাবে। এই বিশ্বাস আমার সব সময় থাকবে।’

Comments