ব্যাটসম্যানকে বুঝেই বল করেন আমিনুল

চিরাচরিত লেগস্পিনার যেমন টার্ন পান তেমনটা নেই আমিনুল ইসলাম বিপ্লবের বলে। কিন্তু তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে স্মরণীয় অভিষেকের পর আগের দিন ভারতের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করলেন এ স্পিনার। মূলত ব্যাটসম্যান কোন জায়গায় খেলতে চান এটা ভেবেই বল করেন তিনি। আর এ কারণেই সফলতা মিলছে তার। দিল্লি জয় করে রাজকোটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এমনটাই বলেছেন এ তরুণ।
ছবি: এএফপি

চিরাচরিত লেগস্পিনার যেমন টার্ন পান তেমনটা নেই আমিনুল ইসলাম বিপ্লবের বলে। কিন্তু তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে স্মরণীয় অভিষেকের পর আগের দিন ভারতের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করলেন এ স্পিনার। মূলত ব্যাটসম্যান কোন জায়গায় খেলতে চান এটা ভেবেই বল করেন তিনি। আর এ কারণেই সফলতা মিলছে তার। দিল্লি জয় করে রাজকোটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এমনটাই বলেছেন এ তরুণ।

প্রতিপক্ষ দলে ছিল বড় বড় নাম। বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দলও। তার উপর তাদের মাটিতেই খেলা। হাজার হাজার দর্শক সমর্থন দিচ্ছেন তাদের। সে দলের বিপক্ষে দারুণ নিয়ন্ত্রিত বোলিং। তিন ওভার বল করে ২২ রানের খরচায় ২টি উইকেট। আর উইকেট দুটিও টপ অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের। টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে নিঃসন্দেহে ঈর্ষনীয়।

এমন ম্যাচে স্নায়ুচাপ কীভাবে সামলে বোলিং করলেন এ তরুণ? আমিনুলের জবাব, '(লক্ষ্য ছিল) ব্যাটসম্যানকে ভেবে, ব্যাটসম্যান কোন জায়গায় খেলতে চাচ্ছে, ওদের বিপক্ষে বিপক্ষে বল করা। জায়গা মতো বোলিং করা। এটাই পরিকল্পনা ছিল, আর আমাদের সবার বিশ্বাস ছিল আমরা পারব। আল্লাহর রহমতে পেরেছি।'

তবে আগের দিন অভিষেক ম্যাচের চেয়ে ভালো টার্নও পেয়েছেন আমিনুল। দারুণ এক ঘূর্ণিতেই কুপোকাত করেছেন রাহুলকে। তবে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। কারণ তার বোলিংয়ের ভিডিও নিয়ে নিশ্চয় কাটাছেঁড়া করবে ভারতীয়রা। আর এ চ্যালেঞ্জটা নিচ্ছেন এ লেগি, 'ভালো দলের বিপক্ষে চ্যালেঞ্জ থাকে কি করতে হবে না হবে। তো কোচ আছে, ভিডিও এনালিস্ট আছে ওদের সঙ্গে কথা বলব কীভাবে কি করলে আরও ভালো করা যায়। ওইভাবে আগানোর চেষ্টা করব ইনশাল্লাহ।'

আর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ খেলতে পারায় আত্মবিশ্বাস বেড়েছে আমিনুলের। জয় পাওয়াও তো মাত্রাটা আরও বেড়েছে। আর এ আত্মবিশ্বাস নিয়ে সামনে আরও ভালো করতে চান এ তরুণ, 'ভারত খুব ভালো দল। ওদের সঙ্গে জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ্‌ সবাই ভালো চেষ্টা করেছে এবং আমরা জিততে পেরেছি। প্রথম ম্যাচটা আমরা জিতেছি, আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। পরের ম্যাচটা আরও ভালো খেলতে হবে।'

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

15m ago