তাৎক্ষণিক স্মৃতিচারণ

খোকা একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা: নাসির উদ্দিন ইউসুফ

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে তাৎক্ষণিক স্মৃতিচারণ করেছেন একাত্তরের গেরিলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
bacchu-1.jpg
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। ছবি: দর্শন চাকমা/স্টার

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে তাৎক্ষণিক স্মৃতিচারণ করেছেন একাত্তরের গেরিলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

নাসির উদ্দিন ইউসুফ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে তিনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। পরবর্তী পর্যায়ে আদর্শিক রাজনীতিতে আমার সঙ্গে তার দ্বিমত ছিলো। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সংযোগ ছিলো। খোকা ঢাকা শহরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাসের বড় সত্য এটাই। যে যাই বলুক না কেনো, এই সত্য অবশ্যই আমাদের স্বীকার করতে হবে।”

“মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা”, বলেন নাসির উদ্দিন ইউসুফ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আপনাদের মধ্যে কী যোগাযোগ ছিলো?

“মুক্তিযুদ্ধের সময়ও আমাদের যোগাযোগ ছিলো। আমাদের দেখা হয়েছে। আমি, মায়া, খোকা, আজিজ... আমরা যে কয়জন নেতৃস্থানীয় ছিলাম, তাদের সঙ্গে প্রথমে যোগাযোগ হয়েছে, আগরতলার মেলাঘরে যোগাযোগ হয়েছে। আমরা ছিলাম ক্র্যাক প্লাটুনের গেরিলা। খোকা ক্র্যাক প্লাটুনের গেরিলা না হলেও ঢাকার অপারেশনে অংশ নিয়েছিলেন।’’

আরও পড়ুন:

সাদেক হোসেন খোকা আর নেই

‘ট্রাভেল পারমিট’ পেতে পারে খোকার পরিবার

খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছে বিএনপি

খোকা ও তার স্ত্রীকে পাসপোর্ট প্রদানে ‘কিছুই করার নেই’ দূতাবাসের

খোকার শারীরিক অবস্থা উন্নতির আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

2h ago