রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি। প্রথম ওয়ানডেতেও সহজ হার। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে এনেছে তারা। ১ বল বাকী থাকতে ১ রানের নাটকীয় জয় পেয়েছে রুমানা আহমেদের দল। ফলে সিরিজে সমতা এনেছে দলটি।
লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। জাভেরিয়া খানের সঙ্গে ৫৮ রানের ওপেনিং জুটি উপহার দেন নাহিদা খান। এ জুটি ভাঙলে অধিনায়ক বিসমাহ মারুফের সঙ্গে ৪৭ রানের আরও একটি জুটি গড়েন তিনি। এরপর অবশ্য দ্রুত ২টি উইকেট তুলে ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে আলিয়া রিয়াজের সঙ্গে অধিনায়ক বিসমাহর ৪৬ রানের জুটি ছাড়া আর কোন জুটি গড়তে দেননি বাংলাদেশের বোলাররা।
শেষ দিকে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে ৮ বল বাকী থাকতেই ২১১ রানে গুটিয়ে দেন পাকিস্তানের মেয়েদের ইনিংস। দারুণ বোলিং করেছেন অধিনায়ক রুমানা আহমেদ। ৩৫ রানের খরচায় পেয়েছেন ৩টি উইকেট। এছাড়া ৩৬ রানের বিনিময়ে সাবেক অধিনায়ক সালমা খাতুন পান ২টি উইকেট। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন নাহিদ। এছাড়া বিসমাহ ৩৪ ও আলিয়া ৩৬ রানের ইনিংস খেলেন।
লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। ২৯ রানের ওপেনিং জুটি আসে মুর্শিদা খাতুন ও শারমিন সুলতানার ব্যাট থেকে। তাতে একাই ২৭ রান করেন শারমিন। এরপর দলীয় ২৯ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে মুর্জিদার সঙ্গে ৭২ রানের জুটিতে সে চাপ সামলে নেন ফারজানা হক। এরপর মুর্শিদা বিদায় নিলে অধিনায়ক রুমানার সঙ্গে ৫৭ রানের আরও একটি দারুণ জুটি গড়েন তিনি। তবে এ জুটি ভাঙলে ৩৭ রানের ব্যবধানে ৫টি উইকেট হারালে এক সময় হারের শঙ্কায় ছিল দলটি। তবে নাহিদা আক্তার ও পান্না ঘোষের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন ফারজানা। ৯৭ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন এ ব্যাটার। মুর্শিদার ব্যাট থেকে ৬৭ বলে ৬টি চারে আসে ৪৪ রান। এছাড়া রুমানা ৩১ রান করেন। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সায়িদা আরব।
Comments