খোকার মরদেহ আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ। ফাইল ছবি

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তথ্যমন্ত্রী বলেন, “সাদেক হোসেন খোকা মৃত্যুর আগে (দেশে দাফনের) ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই (রোববার) বলা হয়েছিল তাকে আনার জন্য। এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।”

“ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তার শোকাহত পরিবার এ শোক সইতে পারে,” যোগ করেন তিনি।

 

আরও পড়ুন:

সাদেক হোসেন খোকা আর নেই

খোকা একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা: নাসির উদ্দিন ইউসুফ

‘ট্রাভেল পারমিট’ পেতে পারে খোকার পরিবার

খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছে বিএনপি

খোকা ও তার স্ত্রীকে পাসপোর্ট প্রদানে ‘কিছুই করার নেই’ দূতাবাসের

খোকার শারীরিক অবস্থা উন্নতির আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা

Comments

The Daily Star  | English

Don’t stop till the job is done

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

6h ago