খোকার মরদেহ আসবে বৃহষ্পতিবার, নিউইয়র্কে প্রথম জানাজা সম্পন্ন
মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মরদেহ বৃহষ্পতিবার সকালে নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
আজ (৫ নভেম্বর) দ্য ডেইলি স্টার অনলাইনকে তারা জানান, নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২০২ ফ্লাইটে করে খোকার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে।
উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানান তারা।
এর আগে, নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় খোকার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, খোকার জানাজায় যুক্তরাষ্ট্রে বসবাসরত সর্বস্তরের বাংলাদেশিরা অংশ নিয়েছেন। জানাজা শেষে মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অব অনার দেন।
গতকাল খোকার ছেলে ইশরাক হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান জানিয়েছিলেন, খোকার শেষ ইচ্ছা অনুযায়ী রাজধানীর জুরাইনে তার বাবার কবরের পাশে তাকে দাফন করতে চান তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গতকাল (৪ নভেম্বর) নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিট) সাদেক হোসেন খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন:
খোকাকে জুরাইন কবরস্থানে দাফন করতে চায় পরিবার
খোকার মরদেহ আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
‘খোকার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হলো’
খোকা একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা: নাসির উদ্দিন ইউসুফ
‘ট্রাভেল পারমিট’ পেতে পারে খোকার পরিবার
খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছে বিএনপি
খোকা ও তার স্ত্রীকে পাসপোর্ট প্রদানে ‘কিছুই করার নেই’ দূতাবাসের
Comments