সুন্দরবনে ৬০ হরিণ ‘শিকারি’ আটক

সুন্দরবনে ‘হরিণ শিকারে’ যাওয়ার সময় ফাঁদ ও তিনটি ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বন বিভাগ।
arrest_3_2_1.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

সুন্দরবনে ‘হরিণ শিকারে’ যাওয়ার সময় ফাঁদ ও তিনটি ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বন বিভাগ।

আজ (৫ নভেম্বর) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের সবার বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, রাস মেলা উপলক্ষে কিছু লোক হরিণ শিকারের জন্য সংঘবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই সুন্দরবনে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে জয়মনি এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। পরে তিনটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ট্রলারগুলো তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল, চুলাসহ ৬০ জন শিকারিকে আটক করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তিদের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Don’t stop till the job is done

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

7h ago