জাবি বন্ধ ঘোষণা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

JU-Rally-1.jpg
৫ নভেম্বর ২০১৯, জাবিতে আন্দোলনরতদের ওপর হামলার পর শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিবাদে হলগুলো থেকে ছাত্রীরা বের হয়ে আন্দোলনকারীদের মিছিলে যোগ দিয়েছেন।

আজ (৫ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার কারণে আজ বিকাল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নেতৃত্বে অন্তত শতাধিক ছাত্রলীগ সদস্য মিছিল সহযোগে এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে।

এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।

হামলার পর বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল খালির নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিভিন্ন হল থেকে ছাত্রীরা বের হয়ে এসেছেন বলে জানিয়েছেন আমাদের জাবি সংবাদদাতা। তারা আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম হয়ে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছেন।

অপরদিকে, হামলার পর থেকেই উপাচার্যের বাসভবনের আশপাশে অবস্থান নিয়ে রয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আরও পড়ুন:

জাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ২০

জাবি উপাচার্য এখনও অবরুদ্ধ

জাবি উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের অবরোধ

অডিও ফাঁস: উপাচার্য নিজেই টাকা ভাগ করে দিয়েছেন

জাবি উপাচার্যের অপসারণ দাবি ফখরুলের

ঢাবি সিনেট থেকে অব্যাহতি চেয়ে শোভনের চিঠি

উপাচার্য-ছাত্রলীগ পাল্টাপাল্টি অভিযোগ ও পক্ষ-বিপক্ষের শিক্ষক ভাবনা

আমরা ‘ন্যায্য পাওনা’ দাবি করেছিলাম: রাব্বানী

মিথ্যা বলেছে ছাত্রলীগ, ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন জাবি উপাচার্য

আন্দোলনকারীদের ২ শর্ত মেনে নিলো জাবি প্রশাসন

শিক্ষা নয়, জাবির আলোচনার বিষয় ‘২ কোটি টাকা’র ভাগ-বাটোয়ারা

‘২ কোটি টাকা ভাগের সংবাদে শিক্ষক হিসেবে খুব বিব্রত বোধ করি’

জাবি উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের ‘প্রশ্নবিদ্ধ বৈঠক’, টিআইবির উদ্বেগ

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর

জাবি ছাত্রলীগের দলীয় কোন্দল ও সংঘর্ষের নেপথ্যে ৪৫০ কোটি টাকার নির্মাণ কাজ

জাবিতে চলমান উন্নয়ন পরিকল্পনার ‘মাস্টারপ্ল্যানে’ গোড়ায় গলদ!

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago