স্মিথের ব্যাটে পাকিস্তানকে সহজেই হারাল অস্ট্রেলিয়া
নেহায়েত ভাগ্য খারাপ বলেই প্রথম টি-টোয়েন্টিতে জয় পায়নি অস্ট্রেলিয়া। বৃষ্টিতে ম্যাচ গিয়েছে ভেসে। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বাগড়া দেয়নি, আর অস্ট্রেলিয়ার জয়ও আটকে থাকেনি। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েই সিরিজে এগিয়ে গেল তারা। স্টিভ স্মিথের অনবদ্য ব্যাটিংয়ে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
অধিনায়কত্ব বেশ উপভোগ করলেও দলকে জয় এনে দিতে পারছেন না বাবর আজম। আগের ম্যাচেও করেছিলেন হার না মানা ৫৯ রান। এদিনও করেছেন হাফসেঞ্চুরি। তবে কাটায় কাটায় ফিফটি করার পরই ডেভিড ওয়ার্নারের থ্রোতে রানআউট হয়ে মাঠ ছেড়েছেন। ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৬টি চারের সাহায্যে করেছেন ৫০ রান।
তবে দলের সর্বোচ্চ ইনিংসটি খেলেন ইফতেখার আহমেদ। ৩৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ বিধ্বংসী ইনিংসটি খেলেন তিনি। এছাড়া আর কোন ব্যাটসম্যান সে অর্থে দায়িত্ব নিতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করেই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। অসিদের পক্ষে ২৩ রানের খরচায় ২টি উইকেট নিয়েছেন অ্যাশটন অ্যাগার।
লক্ষ্য তাড়ায় ভালো সূচনা পায় অস্ট্রেলিয়া। তবে দলীয় ৩০ রানে ইনফর্ম ব্যাটসম্যান ওয়ার্নারকে ফেরান মোহাম্মদ আমির। এরপর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চও। তৃতীয় উইকেটে বেন ম্যাকডরমেটের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে জয়ের দুয়ার খুলে দেন স্মিথ। এরপর ম্যাকডরমেট আউট হলে অ্যাশটন টার্নারের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়ে বাকী কাজ শেষ করেন তিনি। ফলে ৯ বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।
মাত্র ৫১ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন স্মিথ। ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ম্যাকডরমেট ২১ ও ওয়ার্নার ২০ রান করেন। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন আমির, মোহাম্মদ ইরফান ও ইমাদ ওয়াসিম।
Comments