বিএনপি থেকে পদত্যাগ করছেন মোরশেদ খান

বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান দল থেকে পদত্যাগের জন্য চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর চিঠি দিয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারের মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকেও অবসরে যাবেন বলে চিঠিতে জানিয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

পদত্যাগের কারণ হিসেবে মোরশেদ খান বলেছেন, দেশের রাজনীতি ও দলের অগ্রগতিতে নতুন কিছু সংযোজন করার মতো সঙ্গতি তার নেই। তাই “দুঃখ ও বেদনাক্লান্ত হৃদয়ে কঠিন একটি সিদ্ধান্ত” তাকে নিতে হলো।

৫ নভেম্বর লেখা এই চিঠিতে তিনি বলেছেন, “নেহাত ব্যক্তিগত কারণ হেতু, আমার উপলব্ধি-সক্রিয় রাজনীতি থেকে অবসর নেবার এখনই উপযুক্ত সময়। বহুবিধ বিচার-বিশ্লেষণ শেষে আমি অবিলম্বে অর্থাৎ আজ ৫ নভেম্বর ২০১৯ হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দলের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারসহ বর্তমানে অলঙ্কৃত ভাইস চেয়ারম্যানের পদ থেকে আমি পদত্যাগ করছি।”

৭৯ বছর বয়সী এম মোরশেদ খান এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সিটিসেল, প্যাসিফিক মোটরস, আরব বাংলাদেশ ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে তার বিনিয়োগ ও সম্পত্তি রয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago