‘ক্যাসিনো’ সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র

গ্রেপ্তারের পর যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। স্টার ফাইল ফটো

সাবেক যুবলীগ নেতা ও অবৈধ ক্যাসিনো ব্যবসার অন্যতম ‘মূল হোতা’ ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

আজ (৬ নভেম্বর) র‌্যাবের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখর চন্দ্র মল্লিক এই অভিযোগপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে দাখিল করেন।

যুবলীগের ঢাকা দক্ষিণ শাখার সাবেক সভাপতি সম্রাটকে গত ৬ অক্টোবর কুমিল্লা থকে তার ঘনিষ্ঠ সহযোগী ও সংগঠনের একই শাখার সাবেক সহ-সভাপতি এনামুল হক আরমানসহ গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারের পর এই দুই যুবলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

র‌্যাব রাজধানীর বিভিন্ন ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান চালানোর সময় সম্রাটের নাম প্রকাশ্যে আসে। তাকে অবৈধ ক্যাসিনো ব্যবসার ‘মূল হোতা’ হিসেবে উল্লেখ করা হয়।

Comments