ছেলে ফুটবলারদের সমান বেতন পাবেন অস্ট্রেলিয়ার মেয়েরা

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা মেয়ে ফুটবলাররা এখন থেকে ছেলেদের সমান বেতন পাবেন।
australia womens football
ছবি: এএফপি

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা মেয়ে ফুটবলাররা এখন থেকে ছেলেদের সমান বেতন পাবেন।

বুধবার (৬ নভেম্বর) অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের (এফএফএ) ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে ছেলে ও মেয়ে- উভয় জাতীয় দলের ফুটবলারদের জন্য সমান বেতন নির্ধারণ করা হয়েছে।

ফলে দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে স্যাম কার ও এলি কার্পেন্টারের মতো তারকা মেয়ে ফুটবলাররা অ্যারন মুই ও ম্যাট রায়ানের (দুজনেই ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে খেলেন) মতো জনপ্রিয় ছেলে ফুটবলারদের সমপরিমাণ আয় করবেন।

পাশাপাশি এখন থেকে যে কোনো আসর ও আন্তর্জাতিক সূচির ক্ষেত্রে সকারুদের (অস্ট্রেলিয়ার ছেলেদের ফুটবল দলের ডাক নাম) মতো মেয়েরাও বিজনেস ক্লাস ফ্লাইটের সুবিধা পাবেন।

এফএফএ’র এই অবিস্মরণীয় সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মেয়ে ফুটবলারদের দাবিকেও আরও মজবুত করবে নিঃসন্দেহে। সমান বেতন চেয়ে এরই মধ্যে তারা দেশটির ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে মামলা করেছে। আগামী বছর মে মাসে মামলার শুনানি হবে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

12m ago