রাজকোটেও ভালো খেলবেন আফিফ-নাঈম-বিপ্লব, আশাবাদী মাহমুদউল্লাহ

aminul islam biplob
আমিনুল ইসলাম বিপ্লব। ছবি: এএফপি

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেট হারানো বাংলাদেশ দলের একাদশে ছিলেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। আফিফ হোসেন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবের মতো নতুনরা রেখেছেন সামর্থ্যের ছাপ, চিনিয়েছেন নিজেদের জাত। তাতে বেজেছে বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী প্রজন্মের আগমনী সুরও। দলের নবীন সদস্যদের নিয়ে মাহমুদউল্লাহও ব্যক্ত করেছেন দারুণ আশাবাদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মাহমুদউল্লাহ বাহিনীর সামনে এখন শক্তিশালী ভারতের মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি।

প্রথম ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন আফিফ ও বিপ্লব, ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন অভিষেক ম্যাচ খেলতে নামা নাঈম। আন্তর্জাতিক অঙ্গনে সীমিত সুযোগ পেলেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তারা। ফলে তাদেরকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। তার প্রত্যাশা, পরের ম্যাচগুলোতেও ধারাবাহিকতা দেখিয়ে যাবেন তরুণরা।

afif and naim
আফিফ হোসেন ও নাঈম শেখ (ডানে)। ছবি: সম্পাদিত (এএফপি)

আগের দিন সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আফিফ, বিপ্লব, নাঈম- তারা খুব ভালো মানের তরুণ খেলোয়াড়। তারা প্রমাণ করেছে যে, তাদের সামর্থ্য আছে দলের হয়ে ভালো করার। যোগ্যতার পরিচয় দিয়েই তারা দলে রয়েছে। আশা করছি, তারা যেভাবে শুরু করেছে সেটা তারা বজায় রাখবে।’

‘উঠতি তারকাদের সুযোগ দিতে হবে আমাদের যেন তারা নিজেদের প্রমাণ করতে পারে। যে তিনটি নাম উল্লেখ করা হয়েছে, আমি মনে করি, তারা নিজেদের প্রমাণ করেছে। আমাদের পাইপলাইনে আরও ভালো খেলোয়াড় আছে যারা উঠে আসছে। আশা করছি, আমরা সবাই মিলে আগামীকাল (বৃহস্পতিবার) ভালো কিছু করে দেখাতে পারব,’ যোগ করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago