টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: বিসিবি

সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় নিয়ে এগিয়ে রয়েছে সফরকারী বাংলাদেশ দল। এদিন জয় পেলেই প্রথমবারের মতো ভারতে গিয়েই সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় ভারতীয়রা। তবে শুরুটা এদিন হয়নি বাংলাদেশের। টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বেছে নিয়েছেন ফিল্ডিং। অর্থাৎ আগে ব্যাটিং করতে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। আগের ম্যাচে খেলা খেলোয়াড়দের উপরই আস্থা রেখেছেন কোচ-অধিনায়করা। অন্যদিকে ভারতেও একই অবস্থা। প্রথম ম্যাচে হারলেও একাদশে কোন পরিবর্তন আনেনি তারা।

দিল্লি জয় করে টাইগাররা যখন রাজকোটের পথে রওনা হয়েছেন, তখন সবার মনে শঙ্কা ছিল ম্যাচ হবে কি হবে না? কারণ ঘূর্ণিঝড় মাহা আঘাত আনতে পারে। তবে ক্রমেই ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল থেকে সরে যাওয়ায় খেলা নিয়ে শঙ্কাটা প্রায় শেষ। যদি না আগের দিনের মতো আচমকা কোন ঝড় আঘাত না হানে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আলো ঝলমলে। সময় মতোই হয়েছে টস। সেক্ষেত্রে একটি জমজমাট লড়াইয়ের প্রস্তুতি চলছে রাজকোটে।

এদিন বৃষ্টি না হওয়ায় উইকেটও বেশ শুষ্ক। উইকেটে অবশ্য সামান্য কিছু ঘাস রয়েছে। তবে এমন উইকেট কথা বলে ব্যাটসম্যানদের পক্ষেই। আর রাজকোটের ইতিহাসও ব্যাটসম্যানদের পক্ষে। এ মাঠে অনুষ্ঠিত হওয়া আগের দুটি টি-টোয়েন্টিতেও দেখা গেছে রান-বন্যা। দুই অধিনায়ক মাহমুদউল্লাহ ও রোহিত শর্মাও আশা করছেন এমন কিছুরই।

এদিকে ভারত থেকে এখন পর্যন্ত তিনটি দল টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে পেরেছে। এর আগে নিউজিল্যান্ড ২০১২ সালে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে, দক্ষিণ আফ্রিকা ২০১৫ সালে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এবং অস্ট্রেলিয়া চলতি বছরই দুই ম্যাচের সিরিজে জিতেছে ২-০ ব্যবধানে। এছাড়া দেশটির মাটিতে ড্র হয়েছে পাঁচটি সিরিজ। চতুর্থ দল হিসেবে বাংলাদেশের সামনে ভারত জয় করার হাতছানি।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

ভারতীয় দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, শিভাম দুবে, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার ও খলিল আহমেদ।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago