স্রোতের বিপরীতে থাকা বিপ্লবের প্রশংসায় মাহমুদউল্লাহ

Aminul Biplob

বল করতে এসে সবাই দেদারছে মার খাচ্ছেন, রোহিত শর্মার ব্যাট হয়ে উঠেছে বিস্ফোরক। এমন পরিস্থিতিতেও স্রোতের বিপরীতে দারুণ বল করে সাফল্য পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বাড়িয়েছেন নিজের বিশ্বাস, কুড়িয়েছেন অধিনায়কের অগাধ আস্থা।

রোহিতের ৪৩ বলে ৮৫ রানের ঝড়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশের করা ১৫৩ রান ২৬ বল আগেই পেরিয়ে যায় ভারত। ওভারপ্রতি দশের কাছাকাছি বা তার চেয়ে বেশি রান দেন চার জন বোলার। এর বিপরীতে বিপ্লব চার ওভারে ৭.২৫ ইকোনমিতে রান দিয়েছেন কেবল ২৯। ভারতের দুই উইকেটের দুটোই নিয়েছেন তিনি।

দল হেরেছে বড় ব্যবধানে, কিন্তু নিজেকে ঠিকই আলাদা করে চিনিয়েছেন বিপ্লব। জিম্বাবুয়ের বিপক্ষে চমক দেওয়া অভিষেকের পর ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে টানা দুই ম্যাচেই রাখলেন ভালো পারফরম্যান্সের ছাপ।

এদিন পাওয়ার প্লে শেষ হলে ইনিংসের সপ্তম ওভারে বল হাতে নেন বিপ্লব। সে ওভারে দিয়ে দেন ১৩ রান। সামলে নিয়ে বাকি তিন ওভারে দারুণ বল করেছেন তিনি। ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

একাদশ ওভারে বিপ্লবের লেগ স্পিন বুঝতে না পেরে বোল্ড হন ওপেনার শিখর ধাওয়ান। ত্রয়োদশ ওভারে তার বলে ক্যাচ উঠিয়ে ফেরেন আরেক ওপেনার রোহিতও।

ম্যাচ শেষে অনেক হতাশার মাঝে অধিনায়কের প্রশংসা আর আস্থা ঝরল এই লেগিকে নিয়ে, ‘প্রথম ম্যাচে ও যেভাবে বল করেছে, আজকেও (বৃহস্পতিবার) অনেক সাহস নিয়ে বল করেছে। কারণ আমি ওকে বলেছিলাম, এমনকি এই সিরিজ শুরুর আগেও যে এ ধরনের প্রতিপক্ষের বিপক্ষে যদি ভালো করতে পার, তোমার আত্মবিশ্বাসের ভিতটা অনেক ভালো হবে। কারণ আমরা সবাই জানি ভারতের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী।

‘আমার মনে হয়, ওর আত্মবিশ্বাসের লেভেলটা ভালো। ঠিক জায়গায় আছে, এটা যদি পরের ম্যাচে ধরে রাখতে পারে, আমাদের কয়েকটা উইকেট এনে দিতে পারে, তাহলে আমাদের জন্য ভালো।’

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

About 20 people were sent to Chattogram Medical College Hospital in critical condition

37m ago