পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পঞ্চগড়-বাংলাবান্ধা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত ইজি বাইককে ধাক্কা দিলে অন্তত সাতজন নিহত হয়েছেন।
আমাদের ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল কাদের জিলানি বলেন, আজ (৮ নভেম্বর) দুপুর দেড়টায় মহাসড়কের মাগুড়মারি এলাকায় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী ‘আঁখি এন্টারপ্রাইজ’র একটি বাস বিপরীত দিক থেকে আসা ইজি বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজি বাইকের পাঁচ যাত্রী নিহত হন। গুরুতর আহত হন দুইজন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
Comments