রাজকোটে বাংলাদেশকে হারিয়ে ভারতের নতুন কীর্তি

india and bangladesh
ছবি: এএফপি

ম্যাচটা ভারতের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। সে যুদ্ধে হেসেখেলে জিতে সিরিজে সমতা টেনেছে রোহিত শর্মার দল। রাজকোটে বাংলাদেশকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে রেকর্ডও গড়েছে ভারতীয়রা। টি-টোয়েন্টিতে রান তাড়া করে সবচেয়ে বেশি ম্যাচ জেতার কীর্তি গড়েছে দলটি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৫৪ রানের লক্ষ্য ২৬ বল বাকি রেখে পেরিয়ে যায় ভারত। দলটির অধিনায়ক রোহিত ৪৩ বলে ৮৫ রানের আগ্রাসী ইনিংস খেলে হন ম্যাচসেরা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। নাগপুরে খেলা মাঠে গড়াবে আগামী রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে  সাতটায়।

টি-টোয়েন্টিতে রান তাড়া করে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জেতার তালিকায় এতদিন যৌথভাবে শীর্ষে ছিল ভারত ও অস্ট্রেলিয়া। রাজকোটে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অজিদের টপকে গেছে ভারতীয়রা। তারা এখন এককভাবে অবস্থান করছে এক নম্বরে।

এ পর্যন্ত ৬১ ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে ৪১টিতেই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে ভারত। তাদের পরেই আছে অস্ট্রেলিয়া। ৬৯ ম্যাচে পরে ব্যাট করে তারা জিতেছে ৪০টিতে। এই তালিকার তৃতীয় স্থানটি বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল পাকিস্তানের দখলে। ৬৭ ম্যাচে রান তাড়া করে ৩৬ বার জিতেছে দলটি।

কেবল দলীয় রেকর্ড-ই নয়, প্রতিপক্ষের ছুঁড়ে দেওয়া লক্ষ্য ডিঙিয়ে ফেলার ক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যক্তিগত নৈপুণ্যও চোখ কপালে ওঠার মতো। সফল রান তাড়ায় তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির গড় ১১১.৫০! আগে ফিল্ডিংয়ে নেমে পরে ব্যাটিং করে ভারত জিতেছে এমন ম্যাচে মাত্র ২৫ ইনিংসে ১ হাজার ১১৫ রান করেছেন তিনি।

সফল রান তাড়ায় ৩০.৩২ গড়ে রোহিত করেছেন ৮৪৯ রান। সাবেক অধিনায়ক এবং বর্তমানে জাতীয় দলে উপেক্ষিত মহেন্দ্র সিং ধোনি পরে ব্যাটিং করে ভারতকে ২৯ ম্যাচে জেতাতে ৭২.৫০ গড়ে এবং অতিমানবীয় ১৪২.১৫ স্ট্রাইক রেটে রান তুলেছেন।

Comments

The Daily Star  | English

More than 290 killed in Air India plane crash: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

6h ago