এমবাপেকে দলে টানার ‘কোনো সম্ভাবনা’ নেই, বলছেন ক্লপ

হালের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপের সঙ্গে তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) চুক্তির মেয়াদ বাকি আর মাত্র দেড় বছর। স্বদেশী ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন তো ফরাসি তারকা স্ট্রাইকার?
kylian mbappe
কিলিয়ান এমবাপে। ছবি: এএফপি

হালের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপের সঙ্গে তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) চুক্তির মেয়াদ বাকি আর মাত্র দেড় বছর। স্বদেশী ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন তো ফরাসি তারকা স্ট্রাইকার?

জল্পনা-কল্পনা চলছে, পিএসজি ছেড়ে নতুন ঠিকানায় নাম লেখাতে পারেন এমবাপে। ২০ বছর বয়সী এই ফুটবলারের ব্যাপারে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের আগ্রহের কথা কারও অজানা হয়। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আরেকটি গুঞ্জন রটেছিল, এমবাপেকে পেতে চায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী লিভারপুলও।

তবে সেসব উড়ো কথার উত্তাপ জল ঢেলে নিভিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপ। গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, এমবাপেকে দলে টানার ‘কোনো সম্ভাবনা’ নেই লিভারপুলের।

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল রবিবার (১০ নভেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে মোকাবিলা করবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল। অ্যানফিল্ডে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

তার আগে সংবাদ সম্মেলনে লিভারপুলের সঙ্গে এমবাপেকে জড়িয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল তার মীমাংসা করতে হয়েছে ক্লপকে। এই জার্মান বলেছেন, ‘এই ধরনের দারুণ যোগ্যতাসম্পন্ন কোনো খেলোয়াড়কে কেনাটা কঠিন। আমি এই মুহূর্তে কোনো ক্লাবকেই দেখছি না যারা পিএসজি থেকে এমবাপেকে কিনে নিতে পারে।’

এমবাপেকে দলে টানতে হলে ঢালতে হবে প্রচুর অর্থ। আর এটাকে কেবল নিজেদের জন্য নয়, তাকে নিতে আগ্রহী অন্য যে কোনো দলেরও জন্য বাধা মনে করছেন ক্লপ, ‘খেলার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে, তাকে চুক্তিবদ্ধ না করার কোনো কারণ নেই। কী দারুণ একজন খেলোয়াড় সে! কিন্তু মূল ব্যাপারটা হলো টাকা। সুযোগ নেই। কোনো সুযোগ নেই।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

21m ago