পিএসজির জয়ে দুই আর্জেন্টাইনের লক্ষ্যভেদ
প্রথমার্ধে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) এগিয়ে নেন অ্যাঙ্গেল ডি মারিয়া। হাল ছেড়ে না দিয়ে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সমতায় ফেরে ব্রেস্ত। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে, তখন জালের ঠিকানা খুঁজে নেন মাউরো ইকার্দি। দুই আর্জেন্টাইনের লক্ষ্যভেদে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্তের মাঠে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে নেইমার-কিলিয়ান এমবাপে-কেইলর নাভাসবিহীন পিএসজি। এক ম্যাচ বাদে জয়ে ফেরার পাশাপাশি লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে টমাস টুখেলের দল। লিগের গেল ম্যাচে দিজোঁর কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পিএসজির জয়ের নায়ক বনেছেন ইকার্দি। ইন্টার মিলান থেকে চলতি মৌসুমের শুরুতে যোগ দেওয়া এই স্ট্রাইকারের গোলেই আগের ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ামের দল ক্লাব ব্রুসকে ১-০ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকে দেখা গেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রথমার্ধে দুদলই বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে। তবে কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় অতিথিরাই। ম্যাচের ৩৯তম মিনিটে জুলিয়ান ড্র্যাক্সলারের বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন উইঙ্গার ডি মারিয়া। চিপ শটে একা থাকা গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান তিনি।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে দুদল। ম্যাচের ৭২তম মিনিটে সমতায় ফেরে ব্রেস্ত। সতীর্থ ইয়োয়ান কোর্টের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে প্রতিপক্ষের জালে বল জড়ান বদলি স্ট্রাইকার স্যামুয়েল গ্রান্দসির। তবে নাটকীয়তার বাকি তখনও অনেক। ৮৫তম মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় পিএসজি।
এদিনসন কাভানির বদলি হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে লক্ষ্যভেদ করেন দুর্দান্ত ছন্দে থাকা ইকার্দি। এরিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের পাস ব্রেস্তের এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলপোস্টের সামনে পেয়ে কোনো ভুল করেননি তিনি। চলমান লিগ ওয়ানে এটি তার পঞ্চম গোল।
১৩ ম্যাচে ১০ জয় ও ৩ হারে পিএসজির পয়েন্ট ৩০। এক ম্যাচ কম খেলা অঁজি ৬ জয়, ২ ড্র ও ৩ হারে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
Comments