পান্তের ওপর থেকে চোখ সরাতে বললেন রোহিত
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক ভুল করে বসেছিলেন ভারতের তরুণ উইকেটকিপার ঋষভ পান্ত। লিটন দাসকে সহজ স্টাম্পিং করতে গিয়ে বল ধরে ফেলেছিলেন স্টাম্প পেরুনোর আগেই। অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে টেনে পান্তের এমন ভুল নিয়ে ভারতীয় গণমাধ্যমে উঠেছিল কড়া প্রশ্ন। অধিনায়ক রোহিত শর্মা সেসব প্রশ্নের জবাবে দিলেন আরও কড়া সুরে। এই তরুণের ওপর থেকে সমালোচনার চোখ সরিয়ে তাকে তার মতো থাকতে দেওয়ার আহ্বানও জানালেন।
রাজকোটে সেদিন ১৭ রানে থাকা বাংলাদেশ ওপেনার লিটন লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেলের বলে অনেকখানি বেরিয়ে এসে লাইন মিস করেছিলেন। পান্ত বল ধরে স্টাম্প ভাঙার পর স্বভাবতই সাজঘরের উদ্দেশে হাঁটা ধরেন লিটন। কিন্তু খানিক পরেই তাকে ফেরান আম্পায়াররা। রিপ্লেতে ধরা পড়ে অবিশ্বাস্য এক ভুল। দেখা যায়, চেহেলের বলটা উত্তেজনার চোটে ধরতে গিয়ে পান্তের গ্লাভস চলে গেছে স্টাম্পের সামনে। অর্থাৎ নো বল।
অবশ্য এই ভুল দারুণ এক থ্রোতে লিটনকে রান আউট করে শুধরেছেন পান্ত।
নাগপুরে রবিবারের (১০ নভেম্বর) শেষ ম্যাচের আগে পান্তের ওই ভুলের প্রসঙ্গ উঠতেই ভরা সংবাদ সম্মেলনে কিছুটা বিরক্তি নিয়ে রোহিতের জবাব, ‘প্রতিদিন, প্রতি মুহূর্তে ঋষভ পান্তকে নিয়ে এত কথা হচ্ছে। আমি মনে করি, তাকে তার মতো থাকতে দেওয়া উচিত। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে পান্তের ওপর থেকে একটু চোখ সরিয়ে নেন। সে খুব তরুণ ছেলে। কত হবে বয়স, ২১? আন্তর্জাতিক ক্রিকেটে একটা ছাপ রাখার চেষ্টা করছে। অথচ তার প্রতিটি নড়াচড়ায় সমালোচনা হচ্ছে। এটা ঠিক না।’
‘আমি মনে করি, সে যে ক্রিকেট খেলতে চায়, তাকে তেমন খেলতে দেওয়া উচিত। সে ভয়ডরহীন ক্রিকেটার। এখনও শিখছে। যদি তার ওপর থেকে নজর সরিয়ে নেন, সে আরও ভালো করবে।’
Comments