‘জরুরী পারিবারিক কারণে’ দেশে ফিরে যাচ্ছেন মোসাদ্দেক
চোটের কারণে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামা হয়নি মোসাদ্দেক হোসেনের। এই ম্যাচ পর জানা গেল, টেস্ট স্কোয়াডে থাকা এই ব্যাটসম্যানের জরুরী পারিবারিক প্রয়োজনে ফিরতে হচ্ছে দেশে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবারই টেস্ট স্কোয়াডে না থাকা ক্রিকেটাররা দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে তাদের সঙ্গেই জরুরী পারিবারিক কারণে দেশে ফেরত যাচ্ছেন মোসাদ্দেক।
সোমবার সকালে টেস্ট স্কোয়াডের সদস্যরা প্রথম টেস্ট খেলতে নাগপুর থেকে যাবেন ইন্দোরে। কেবল টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বাকি ৭ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম শেখ, সৌম্য সরকার, শফিউল ইসলাম, আরফাত সানি, আফিফ হোসেন, আবু হায়দার রনি নাগপুর থেকে দিল্লি হয়ে ফিরবেন ঢাকায়। তাদের সঙ্গেই যোগ হয়েছে মোসাদ্দেকের নাম।
মোসাদ্দেক না থাকায় ইন্দোরে প্রথম টেস্টের ভেন্যুতে যাচ্ছেন ১৪ জন। তবে মোসাদ্দেকের পারিবারিক সমস্যা কতটা গুরুতর এবং তিনি কবে ফিরতে পারেন, এসব চূড়ান্ত না হওয়ায় এখনো তার বিকল্প কাউকে নেওয়া হয়নি।
১৪ নভেম্বর ইন্দোরে ভারতের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়িনশিপও শুরু করবে বাংলাদেশ দল।
টেস্টের বাংলাদেশ দল: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।
Comments