৩৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ (১১ নভেম্বর) সকাল থেকে সারাদেশের প্রতিটি নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার দ্য ডেইলি স্টারকে জানান, আজ ভোর ছয়টার দিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অন্তত ১৩টি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
সারাদেশের ৪২টি পথে নৌ চলাচল শুরু হলেও যাত্রী সংখ্যা একেবারেই কম বলে জানিয়েছেন তিনি।
গত শুক্রবার নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
Comments