দুর্নীতি মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগে স্থগিত
বগুড়ায় সরকারি সম্পত্তি বিক্রিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ (১১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
একইসঙ্গে ১৭ নভেম্বরের মধ্যে দুদককে লিভ টু আপিল করতে বলেছেন আদালত।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে লতিফ সিদ্দিকী এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
আজ লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
এর আগে, গত ৪ নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে রুলও দেওয়া হয়েছিলো।
উল্লেখ্য, বাংলাদেশ জুটমিল করপোরেশনের জমি বেআইনিভাবে বিক্রির মাধ্যমে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় লতিফ সিদ্দিকীসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
মামলায় গত ২০ জুন বগুড়ার আদালতে লতিফ সিদ্দিকী জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
Comments