ব্রাজিল ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ম্যাচটা হয়তো প্রীতি। কিন্তু প্রতিপক্ষ যখন ব্রাজিল তখন লড়াইটা শেষ পর্যন্ত আর বন্ধুত্বপূর্ণ থাকে না। এমন ম্যাচে বরাবরই দারুণ সিরিয়াস দুই দল। তবে সুপার ক্লাসিকো খ্যাত এ ম্যাচের আগে দুঃসংবাদ শুনতে হয়েছে আর্জেন্টিনার। ইনজুরির কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহো। তার সঙ্গে দল থেকে ছিটকে গেছেন ওয়াটফোর্ড মিডফিল্ডার রোবের্তো পেরেইরাও।
ছবি: এএফপি

ম্যাচটা হয়তো প্রীতি। কিন্তু প্রতিপক্ষ যখন ব্রাজিল তখন লড়াইটা শেষ পর্যন্ত আর বন্ধুত্বপূর্ণ থাকে না। এমন ম্যাচে বরাবরই দারুণ সিরিয়াস দুই দল। তবে সুপার ক্লাসিকো খ্যাত এ ম্যাচের আগে দুঃসংবাদ শুনতে হয়েছে আর্জেন্টিনার। ইনজুরির কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহো। তার সঙ্গে দল থেকে ছিটকে গেছেন ওয়াটফোর্ড মিডফিল্ডার রোবের্তো পেরেইরাও।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার ব্রাইটনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়েন রোহো। ৩-১ গোলের ব্যবধানে জয় পাওয়া সে ম্যাচের যোগ করা সময়ে তার বদলী নামেন ব্রান্ডন উইলিয়ামস। ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পর আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) রোহোর ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে ওয়াটফোর্ড তারকা পেরেইরা কেন অনুপস্থিত তা জানায়নি ফেডারেশনটি।

দুই খেলোয়াড় ছিটকে গেলেও এখন পর্যন্ত বিকল্প একজন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে এএফএ। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষের পরবর্তী দুই ম্যাচের জন্য বোকা জুনিয়র্সের তরুণ মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টারকে অন্তর্ভুক্ত করেছে তারা।

এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে এ দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। গেল জুলাইতে কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার কারণে আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এ বার্সেলোনা তারকা।

আগামী ১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন দিন পর ইসরায়েলের তেল আবিবে তারা মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: হুয়ান মুসো (উদিনেসে), অগাস্টিন মার্চেসিন (পোর্তো), এমিলিয়ানো মার্তিনেজ (আর্সেনাল), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স);

ডিফেন্ডার: হুয়ান ফোইথ (টটেনহ্যাম হটস্পার), রেনজো সারাভিয়া (পোর্তো), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হার্মান পেজ্জেয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), নেহুয়েন পেরেজ (ফামালিকাও);

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ডমিঙ্গেজ (ভেলেজ সার্সফিল্ড), রদ্রিগো দে পল (উদিনেসে), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), আলেক্সিস ম্যাক আলিস্টার (বোকা জুনিয়র্স), লুকাস ওকাম্পোস (সেভিয়া);

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনজালেজ (স্টুর্টগার্ট), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস)।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago