লতা মুঙ্গেশকর আইসিইউতে
কিংবদন্তী সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আমাদের দিল্লি সংবাদদাতা জানান, শ্বাসকষ্টের কারণে লতা মুঙ্গেশকরকে আজ (১১ নভেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছরে পা দেওয়া এই কিংবদন্তী সংগীতশিল্পী শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও সূত্র জানায়।
বলা হয়, “আজ ভারতীয় সময় ভোররাত ২টার দিকে লতা মুঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউয়ে রাখা হয়েছে।”
এক হাজারের বেশি হিন্দি গানে কণ্ঠ দেওয়া লতা মুঙ্গেশকরকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ন’ দেওয়া হয় ২০০১ সালে।
Comments