নিহতদের পরিবারকে সোয়া ১ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ঢোকার সময় যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে সোয়া লাখ টাবার ক্ষতিপূরণ ঘোষণা দেওয়া হয়েছেন।
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহতদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
উল্লেখ্য, আজ (১২ নভেম্বর) ভোররাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
আরও পড়ুন:
Comments