শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০
শরীয়তপুরের দামুদিয়া উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন।
আজ (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় উপজেলার খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সিদ্যা গ্রামের নূরুজ্জামান মুন্সীর ছেলে কামরুজ্জামান মুন্সী (৪৫), দামুদ্যা গ্রামের মৃত তমিজউদ্দিন পাইকের ছেলে ইয়াকুব পাইক (৪০) এবং কুলকুরি গ্রামের খালেক মোল্লার ছেলে জুলহাস মোল্লা (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মোহিমিনুল ইসলাম বলেন, “দামুদিয়া থেকে ছেড়ে আসা শরীয়তপুর-গামী লোকাল বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।”
ঘটনাস্থলে কামরুজ্জামানের মৃত্যু হয় উল্লেখ করে তিনি আরও জানান, ইয়াকুবকে ঢাকায় আনার পথে তিনি সকাল ১০টার দিকে মারা যান। এছাড়াও, উদ্ধার কাজের সময় জুলহাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলেও জানান পুলিশ কর্মকর্তা।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে, যোগ করেন এএসপি।
Comments