সরকারের উদাসীনতায় দুর্ঘটনা চরমে: ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উদাসীনতা ও অবহেলার কারণেই মহাসড়ক-রেলপথ-নৌপথে দুর্ঘটনা চরম মাত্রা লাভ করেছে।
mirza fakhrul islam alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উদাসীনতা ও অবহেলার কারণেই মহাসড়ক-রেলপথ-নৌপথে দুর্ঘটনা চরম মাত্রা লাভ করেছে।

আজ এক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, “বারবার ট্রেন দুর্ঘটনাসহ সড়ক ও নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটলেও এসবের কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের শিথিলতা রয়েছে। এ কারণেই দুর্ঘটনা এখন চরম মাত্রা লাভ করেছে।

“এই সরকারের আমলে তাদের উদাসীনতা ও অবহেলার কারণেই মহাসড়ক-রেলপথ-নৌপথে মর্মান্তিক দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতেও কখনোই ভ্রুক্ষেপ করা হয় না। কারণ সরকার বিরোধী দলসহ গণতান্ত্রিক শক্তি দমনে যত তৎপর তার কিঞ্চিত পরিমাণও জনদুর্ভোগ কমাতে উদ্যোগী নয়।”

ফখরুল বলেন, বর্তমানে দেশে আইনের শাসনের বদলে একদলীয় শাসনের কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, অনাচার আর দুরাচারের প্রতাপ বৃদ্ধি পেয়েছে এবং লাশের সারি দীর্ঘতর হচ্ছে। সরকারের জবাবদিহিতা নেই বলেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি সবসময় অবহেলিত ও উপেক্ষিত থাকছে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানিতে তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। হতাহত যাত্রীদের পরিবারের পাশে দাঁড়াতে ওই এলাকার দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now