ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিচয় মিলেছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের পরিচয় মিলেছে।
কসবার মন্দবাগে দুর্ঘটনাস্থলের কাছাকাছি বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয় মরদেহ। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার জাহেদা খাতুন (৩০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের মুজিবুর রহমান (৫৫) ও তার স্ত্রী কুলসুম বেগম (৪৫), হবিগঞ্জের বানিয়াচংয়ের আল-আমিন (৩০), একই এলাকার সোহামনি (৩), আদিবা (২), হবিগঞ্জের আনোয়ারপুরের আলী মোহাম্মদ ইউসুফ (৩২), হবিগঞ্জের বোল্লা গ্রামের ইয়াছিন আরাফাত (১০), হবিগঞ্জ সদেরর রিপন মিয়া (২৫), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তিরেরগাঁওয়ের সুজন আহমেদ (২৪), একই এলাকার পিয়ারা বেগম (৩২), চাঁদপুরের উত্তর বালিয়ার ফারজানা আক্তার (১৫), চাঁদপুরের হাইমচরের কাকলী (২০), একই এলাকার মরিয়ম (৪), নোয়াখালীর মাইজদির রবি হরিজন (২৩)।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ঘটনাস্থলে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল  হাসপাতালে দুইজন, কসবায় তিনজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী ক্যাম্পে ১০টি মরদেহ রাখা হয়েছিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা প্রশাসন মোট আটটি মরদেহ বিনা তদন্তে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এদিকে আহত ৪১ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও ১৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত বেশ কয়েকজনকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

বাবার দাফন শেষে ফেরার পথে মারা গেলেন মা

‘ভাইয়ের কোলে ঘুমন্ত অবস্থায় মারা যায় ভাতিজা’

তূর্ণা নিশীথার চালকসহ বরখাস্ত ৩

তূর্ণা নিশীথার চালকের ভুলে ভয়াবহ দুর্ঘটনা: রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ট্রেনের সংঘর্ষ: নিহত ১৬

নিহতদের পরিবারকে সোয়া ১ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

12h ago