রোনালদোর শূন্যস্থান পূরণের চাপ নিতে চান না রদ্রিগো
রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক মৌসুমেই হইচই ফেলে দিয়েছেন রদ্রিগো। ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে পড়ে গেছে আলোচনার ধুম। গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করার পর তাকে নিয়ে মাতামাতির পালে লেগেছে জোর হাওয়া। তার মধ্যে রিয়ালের সাবেক তারকা ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়াও দেখতে শুরু করেছেন অনেকে। তবে এই জোয়ারে গা ভাসাতে চাইছেন না রদ্রিগো। রিয়ালে রোনালদোর শূন্যস্থান পূরণ করার কথা ভেবে মাথায় কোনো বাড়তি চাপ নিতে রাজি নন তিনি।
গেল বছর জুনে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রদ্রিগোকে কিনে নেয় রিয়াল। তবে লস ব্লাঙ্কোসদের হয়ে তার লা লিগা অভিষেক হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে। ওসাসুনার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার ৯৩ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি। আর রিয়ালের হয়ে নিজের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন রদ্রিগো, দলের ৬-০ গোলের বিশাল জয়ে ভূমিকা পালন করেন নায়কের। সবমিলিয়ে ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫ গোল করেছেন তিনি।
তবে রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখানো রোনালদোর সঙ্গে তুলনায় আপত্তি রয়েছে রদ্রিগোর। মঙ্গলবার (১২ নভেম্বর) ব্রাজিলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর মতো একজনের শূন্যস্থান পূরণ করার বিষয়ে কথা বলার জন্য আমি এখনও যথেষ্ট নবীন (তৈরি নই)। তিনি ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় যদি না হন, তবে অন্যতম সেরা তো বটেই। ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব পূরণের কথা ভেবে আমি নিজের ওপর চাপ বাড়াতে চাই না।’
ইতালিতে পাড়ি জমানোর আগে রিয়ালের হয়ে সকল প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৪৫০ গোল করেছিলেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। স্প্যানিশ ক্লাবটিতে কাটিয়েছিলেন টানা নয়টি বছর। অন্যদিকে, রিয়ালে যোগ দিলেও রোনালদোর সঙ্গে খেলতে পারার স্বাদ নেওয়া হয়নি রদ্রিগোর। এ নিয়ে বেশ আফসোস রয়েছে এই টিনএজারের, ‘রিয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে পারাটা আমার স্বপ্ন ছিল। এটা খুবই হতাশাজনক যে তিনি ক্লাব ছেড়ে গেছেন, কারণ এখন আমার মনে হয়, তার সঙ্গে (ভবিষ্যতে) খেলতে পারার সুযোগ পাওয়াটা খুব কঠিন হবে।’
ক্লাবে আলো ছড়িয়ে ব্রাজিল কোচ তিতেরও নজরে পড়েছেন রদ্রিগো। চলতি মাসে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত সেলেসাও দলে প্রথমবারের মতো তাকে ডাকা হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের মাটিতে আন্তর্জাতিক অভিষেকও হয়ে যেতে পারে রদ্রিগোর। তার উচ্ছ্বাস তাই বাঁধভাঙা, ‘শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি জাতীয় দলের প্রতিনিধিত্ব করার এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের পাশে খেলার, যাদের আমি লম্বা সময় ধরে অনুসরণ করে আসছি।’
Comments