মোস্তাফিজ আমাদের জন্য হুমকি: কোহলি

টি-টোয়েন্টি সিরিজে একদম বিবর্ণ ছিলেন মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচের একটাতেও পাননি কোনো উইকেট। তবু টেস্ট সিরিজের আগে আলাদা করে তার কথাই বললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাঁহাতি পেসারদের বিপক্ষে নিয়মিত খেলার অনভ্যস্ততা থেকে টেস্ট সিরিজে মোস্তাফিজকে হুমকি মনে করছে ভারত।
Mustafizur Rahman
ইন্দোরে অনুশীলনে মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি সিরিজে একদম বিবর্ণ ছিলেন মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচের একটাতেও পাননি কোনো উইকেট। তবু টেস্ট সিরিজের আগে আলাদা করে তার কথাই বললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাঁহাতি পেসারদের বিপক্ষে নিয়মিত খেলার অনভ্যস্ততা থেকে টেস্ট সিরিজে মোস্তাফিজকে হুমকি মনে করছে ভারত।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে ৯.৫ ওভার বল করে ৯১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। কেবল মার খাওয়া আর উইকেট না পাওয়া-ই নয়, ব্যাটসম্যানদের ধন্দেও ফেলতে পারেননি তিনি। তার বোলিংয়ে ছিল না কোনো ধার। ইন্দোরে প্রথম টেস্টে তাকে নামানো হবে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।

কিন্তু মোস্তাফিজের নিষ্প্রভ টি-টোয়েন্টি পারফরম্যান্স ভারত অধিনায়ক কোহলি আমলেই আনছেন না। মোস্তাফিজকে তিনি মাপছেন তার যোগ্যতা-সামর্থ্য দিয়ে, ‘ও খুব ভালো বোলার। তার বিপক্ষে আমরা অনেক খেলেছি। এখন লাল বলে খেলা। হ্যাঁ, যেকোনো বাঁহাতি পেসার আমাদের কাছে ভিন্ন রকমের বোলার। এই কারণে বাড়তি একটু সতর্কতা লাগবে।’

টেস্টে ভারতের পেস আক্রমণে আছেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদবরা। এদের প্রত্যেকেই ডানহাতি পেসার। স্কোয়াডে বাঁহাতি পেসার না থাকায় অনুশীলনে মানসম্পন্ন বাঁহাতি পেস খুব একটা খেলা হয় না ভারতের। এই জায়গাতেই মোস্তাফিজকে নিয়ে চ্যালেঞ্জ দেখছেন কোহলি,  ‘আমাদের দলে যেহেতু বাঁহাতি পেসার খুব একটা নেই, কাজেই এটা এক ধরনের চ্যালেঞ্জ। কিন্তু আপনাকে এসব চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে। এর মানে এই না যে বাঁহাতি পেসারদের বিপক্ষে আমরা কুঁকড়ে যাই। একটু বেশি কঠিন লাগে, কারণ আমরা বেশি বাঁহাতি পেস খেলি না। সেদিক দিয়ে ও আমাদের জন্য হুমকি।’

‘বাংলাদেশের জন্য মূল খেলোয়াড় (মোস্তাফিজ)। ও আইপিএল খেলার কারণে ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে জানে। আমরাও তাকে খেলেছি। তবু আমার মনে হয় বাড়তি সতর্ক থাকা লাগবে,’ যোগ করে বলেন কোহলি।

২০১৫ সালে ভারতকে কাঁপিয়ে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন মোস্তাফিজ। এই প্রতিপক্ষের বিপক্ষে সীমিত পরিসরের অনেকগুলো ম্যাচ খেললেও এখনো নামেননি টেস্টে। এবার সাদা পোশাকে প্রথমবার ভারতকে পাবেন মোস্তাফিজ।

ইন্দোরের হোল্কার স্টেডিয়ামের উইকেট বানানো হয়েছে শক্ত লাল মাটি দিয়ে। এখানকার উইকেট থেকে পেসারদেরই বাড়তি সুবিধা পাওয়ার কথা। তবে বাংলাদেশ মোস্তাফিজকে খেলানো নিয়ে যে দ্বিধায় আছে, বাঁহাতি পেসে অস্বস্তি জানানো কোহলির কথার পর তা কেটে যায় কিনা তা-ই এখন দেখার পালা।

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

17m ago