অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান ৭ দিনের রিমান্ডে
বেআইনিভাবে বিপুল সম্পদের অধিকারী হওয়ার অভিযোগে মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধান ১০ দিনের রিমান্ড আবেদন নিয়ে সেলিম প্রধানকে আদালতে হাজির করার পর ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৭ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সেলিমের বিরুদ্ধে সরকারের দুর্নীতিবিরোধী সংস্থাটির পক্ষ থেকে মামলা করা হয়। তদন্তে সেলিম প্রধানের জ্ঞাত আয় বহির্ভূত ১২ কোটি ২৭ লাখ টাকার সন্ধান পেয়েছে দুদক।
ঢাকায় অবৈধ ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে গত ৩০ সেপ্টেম্বর আটক করেছিল র্যাব। অনলাইনে অবৈধভাবে ক্যাসিনো ব্যবসাসহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Comments