মুমিনুলের বিদায়ে ভাঙল প্রতিরোধ
১৭ ওভারে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে টানছিলেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ভারতীয় পেসারদের চোখ রাঙানি উপেক্ষা করে দুজন গড়েছিলেন প্রতিরোধ। টেস্টে বরাবরই সফল মুমিনুলকে সঙ্গী হিসেবে পেয়ে নড়বড়ে ভাব কাটিয়ে হাত খুলতে শুরু করেছেন মুশফিকও। কিন্তু তাদের জুটির লড়াই থেমেছে মুমিনুলের ভুল সিদ্ধান্তে। রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরের হল্কার স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। উপযুক্ত কন্ডিশনে দিনের প্রথম সেশনটা ছিল ভারতীয় পেসারদের দখলে। তবে দ্বিতীয় সেশনে মুমিনুল-মুশফিকের ব্যাটে চাপ আলগা করতে শুরু করেছিল বাংলাদেশ।
বিপত্তিটা বাঁধে ইনিংসের ৩৮তম ওভারের প্রথম ডেলিভারিতে। অশ্বিনের সাদামাটা ডেলিভারি টার্ন হবে ভেবে ছেড়ে দিয়েছিলেন তিনি, কিন্তু অ্যাঙ্গেল করে বল সোজা গিয়ে আঘাত করে অফ স্টাম্পে। এই অশ্বিনের বলেই ব্যক্তিগত ৩ রানে একবার জীবন পেয়েছিলেন মুমিনুল। তার কাট ছুটে গিয়েছিল স্লিপে। তবে তা তালুতে জমাতে ব্যর্থ হয়েছিলেন আজিঙ্কা রাহানে।
ডেলিভারি বুঝতে ভুল করে বোল্ড হয়ে মুমিনুল সাজঘরে ফিরেছেন ৮০ বলে ৩৭ রানের ইনিংস খেলে। মেরেছেন ৬ চার। তার বিদায়ে ভেঙেছে বাংলাদেশের ১১৫ বলে ৬৮ রানের চতুর্থ উইকেট জুটি।
এই প্রতিবেদন লেখার সময়, বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৪ উইকেটে ১০০ রান। উইকেটে আছেন মুশফিক ৬৫ বলে ৩৪ ও মাত্রই নামা মাহমুদউল্লাহ ১১ বলে ১ রানে।
মুশফিক অবশ্য নিজেকে দারুণ ভাগ্যবান ভাবতেই পারেন। দুবার জীবন পেয়েছেন তিনি। প্রথমবার ব্যক্তিগত ৩ রানে। উমেশ যাদবের বল তার ব্যাট ছুঁয়ে তৃতীয় স্লিপে ভারতীয় দলনেতা বিরাট কোহলির দিকে গিয়েছিল। তবে হাত ছোঁয়াতে পারলেও বল লুফে নিতে পারেননি তিনি। পরেরবার ব্যক্তিগত ১৫ রানে বেঁচে যান মুশফিক। অশ্বিনের বলে ফের স্লিপে ক্যাচ ফেলেন রাহানে।
২৬ ওভারে ৩ উইকেটে ৬৩ রানে তুলে প্রথম সেশন শেষ করেছিল বাংলাদেশ। দলকে বিপদে ফেলে আউট হয়েছিলেন ইমরুল কায়েস (৬), সাদমান ইসলাম (৬) ও মোহাম্মদ মিঠুন (১২)। উইকেটের সুবিধা তুলে একটি করে উইকেট আদায় করে নিয়েছিলেন ভারতের তিন পেসার ইশান্ত শর্মা, উমেশ ও মোহাম্মদ শামি।
Comments