এবার লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “রংপুর এক্সপ্রেস আজ (১৪ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় লাইনচ্যুত হয়। এতে তেলের ট্যাংক ফেটে আগুন লেগে যায়।”
“আন্তঃনগর ট্রেনটির ইঞ্জিন, খাবারের গাড়ি ও এসি কেবিন পুড়ে যায়। একটি এসি চেয়ার কোচ, দুটি পাওয়ার কার ও শোভন চেয়ার লাইনচ্যুত হয়েও দাঁড়িয়ে রয়েছে,” যোগ করেন তিনি।
“রিলিফ ক্রেন ঈশ্বরদী ছেড়েছে সোয়া ৩টার দিকে,” উল্লেখ করে শরীফুল ইসলাম বলেন, “ট্রেন চালু হতে ৩/৪ ঘণ্টা লেগে যেতে পারে।”
Comments