পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গানের মিউজিক ভিডিও
‘আমার দিন খারাপের দিনে’ শিরোনামে পুলিশ কর্মকর্তা ও সঙ্গীত শিল্পী তৌহিদ ইথুনের নতুন একটি মৌলিক গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেল টি-মিউজিক এর ব্যানারে।
“দেখো হাওয়ার সাথে কেমন পিরিত
সজনে গাছের ডালের
একটু ছোঁয়ায় কেমন করে ঢলে
আমার দিন খারাপের দিনে
তুমি কেমন করে থাকো
আমি লজ্জা ভেঙে
তোমায় মনে রাখি..
প্রেমের আবেগ প্রকাশের দুরন্ত আকাঙ্ক্ষা নিয়ে ভিন্ন কথায় কিছুটা লোকজ সুরে গাওয়া হয়েছে গানটি।
গানটি সম্পর্কে তৌহিদ ইথুন বলেন, ‘আমার দিন খারাপের দিনে’ গানটি একটি ফোক ধর্মী মেলোডি গান। যেখানে প্রেমিক-প্রেমিকার মনের অব্যক্ত কথাগুলো উঠে এসেছে। আশাকরি গানটি সবার ভালো লাগবে। গানের কথা ও সুর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক শরীফ সিরাজ এবং মিউজিক করেছেন কামরুজ্জামান সুজন। উল্লেখ্য যে, এই শিল্পীর কয়েকটি গান এর আগেও ইউটিউবে প্রকাশ পেয়ে সেগুলো শ্রোতাপ্রিয়তা পায়।
Comments