আমিই টিম ম্যানেজমেন্ট, আমি ভুল করেছি: মুমিনুল
ভারত বলছে এমন উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়া সাহসী সিদ্ধান্ত। কেন এমন সাহস নিলেন, কেন পেস বান্ধব উইকেটে খেলালেন না তিন পেসার। দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম কেন পাঁচে। টেস্ট অধিনায়কত্বের প্রথম দিনে এমন কঠিন সব প্রশ্নের মুখে পড়েছিলেন মুমিনুল হক। এক পর্যায়ে সব কিছুর দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি।
টস জিতে ব্যাট করতে গিয়ে ১৫০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দিনশেষে ১ উইকেটেই ৮৬ রান তুলে ফেলেছে ভারত। পিছিয়ে আছে মাত্র ৬৪ রানে।
মুমিনুল মনে করছেন খারাপ খেলাতেই উঠেছে এমন প্রশ্ন, তাই দায়টাও তার, ‘টস জিতে ব্যাটিং নেওয়ার পর দল এমন একটা খেললে আমার মনে হয়, প্রশ্নটা উঠতেই পারে। আমরা কম রানে অলআউট হওয়াতে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, সিদ্ধান্তটা বাজে ছিল। আর এটাকে আমি নিজের ভুল মনে করছি।’
দলের বিপর্যয়ে চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটি পেয়েছিলেন মুমিনুল আর মুশফিকুর রহিম। সেই জুটি ভাঙার পর ৫১ রানে বাকি ৭ উইকেট হারায় বাংলাদেশ। ওই সময়টায় নিজের আউটেও দায় দেখছেন তিনি, ‘আমার মনে হয়, পরে আমরা ভালো অ্যাটাক করে গেছি। আমি আর মুশফিক ভাই খুব ভালো অ্যাটাক করেছি। তারপর লিটন অ্যাটাক করেছে। তাই পুরো ইনিংসে হয়তো আমার ভুল ছিলো, আমি যদি ওই সময়ে আউট না হতাম, হয়তো একটু বড় ইনিংস খেলতে পারতাম। ভালো একটা সংগ্রহ হতো শেষে।’
অশ্বিনের বলে নিজের বোল্ড হওয়ার কোন অজুহাত দেননি বাংলাদেশ অধিনায়ক, ‘আমার দিক থেকে একটা ট্যাকটিক্যাল ভুল ছিল। যার কারণে আউট হয়ে গেছি।’
মুশফিককে পাঁচে নামানো নিয়েও উঠে প্রশ্ন। মুমিনুল জানান এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ফের প্রশ্ন তিনি অধিনায়ক টিম ম্যানেজমেন্ট তাহলে কে? নতুন অধিনায়ক এখানেও সোজাসাপ্টা দায় নেন নিজের কাঁধে, ‘তাইলে আমিই (টিম ম্যানেজমেন্ট)। আমি ভুল করেছি। প্রথমেই বললাম টসে জিতে ব্যাটিং নিয়ে আমিই ভুল করেছি।’
Comments