১৫ বছর পর মঞ্চ নাটক পরিচালনায় আজিজুল হাকিম
টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম বহু বছর ঢাকার মঞ্চ নাটকে অভিনয় করেছেন। সেটা আরণ্যক নাট্যদলে।
একই সংগে মঞ্চ নাটক পরিচালনাও করেছেন। আরণ্যক নাট্যদলের হয়ে ১৫ বছর আগে সবশেষ মঞ্চ নাটক পরিচালনা করেছিলেন আজিজুল হাকিম। নাটকটির নাম ছিল ‘পাথর’। পাথর ঢাকার মঞ্চের একটি আলোচিত নাটক।
এক যুগের বেশি সময় পর নতুন মঞ্চ নাটকের ফিরছেন আজিজুল হাকিম। শুক্রবার শিল্পকলা একাডেমিতে তার পরিচালনায় মঞ্চায়ন হবে নতুন নাটক ‘ইনডেমনিটি’। সেটা সন্ধ্যা ৬টায়।
‘ইনডেমনিটি’র নাট্যকার মান্নানহীরা। নাটকটির সমন্বয়ক হিসেবে আছেন নাট্যকার জিনাত হাকিম।
পরিচালনার পাশাপাশি এই নাটকে অভিনয়ও করবেন আজিজুল হাকিম। টিভি অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা অভিনয় করবেন একটি চরিত্রে। আরেকটি চরিত্রে দেখা যাবে অভিনেতা আরমান পারভেজ মুরাদকে।
আজিজুল হাকিম বলেন, মঞ্চে ছিল আমার অভিনয়ের হাতেখড়ি। একসময় টানা মঞ্চ নাটকে অভিনয় করেছি। পাশাপাশি কিছু মঞ্চ নাটক পরিচালনাও করেছি। ১৫ বছর পর মঞ্চ নাটক পরিচালনা করতে এসে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। নাটকটি দর্শকরা দেখুক, তাহলেই আমার শ্রম সার্থক হবে।
Comments