ইউরোর চূড়ান্ত পর্বে ফ্রান্স
তুরস্ক ও আইসল্যান্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় মাঠে নামার আগেই ফ্রান্স জেনে গিয়েছিল, তারা উয়েফা ইউরোর চূড়ান্ত পর্বে উঠে গেছে। নির্ভার হয়ে খেলতে নেমে শুরুতে পিছিয়ে পড়লেও রাফায়েল ভারানে ও অলিভিয়ের জিরুর লক্ষ্যভেদে মলদোভাকে হারিয়েছে দলটি।
বৃহস্পতিবার রাতে ঘরের মাটিতে স্তাদে দে ফ্রান্সে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে দিদিয়ের দেশামের শিষ্যরা। আগের দেখায় মলদোভার মাঠে ৪-১ গোলে জিতেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় ফরাসিরা। তবে অষ্টম মিনিটে ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারা। বার্সেলোনা ডিফেন্ডার ক্লেমেন্ত লংলের ভুলের সুযোগ নিয়ে ডান পায়ের শটে ফ্রান্স গোলরক্ষক স্টিভ মানদান্দাকে পরাস্ত করেন ভাদিম রাতা।
৩৫তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। আঁতোয়া গ্রিজমানের ফ্রি-কিক থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ভারানে। সমতায় থেকে বিরতিতে যায় দুদল।
ম্যাচের ৭৯তম মিনিটে চেলসি স্ট্রাইকার জিরু সফল স্পট-কিকে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন। এর আগে এভারটনের ডিফেন্ডার লুকাস দিনিয়েকে ডি-বক্সের ভেতরে মলদোভার ভেসেস্লাভ পোসমাচ ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
নয় ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইউরোর গেল আসরের রানার্সআপ ফ্রান্স। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের অর্জন ২০ পয়েন্ট। তারাও ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে। নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে আইসল্যান্ড।
Comments