বিশাল রানের নিচে চাপা পড়ার অপেক্ষা

সকালে স্যুয়িং কাজে লাগিয়ে ভারতকে চেপে ধরেছিলেন আবু জায়েদ রাহি। কিন্তু তার স্পেল শেষ হওয়ার পরই কমতে থাকে চাপ। দ্বিতীয় সেশনে সেই রাহিও ছিলেন ধারহীন। দ্বিতীয় নতুন বল নিয়েও কাজ হয়নি। স্পিনাররা নখদন্তহীন, ফিল্ডারদের শরীরী ভাষাতেও নেতিয়ে পড়ার সুর। ভারতের দুই ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল আর আজিঙ্কা রাহানে এই সুযোগে ঘোরাচ্ছেন ছড়ি। তরতরিয়ে বাড়াচ্ছেন রান। বাড়ছে লিড, ম্যাচ থেকে দূরে, আরও অনেক দূরে ছিটকে পড়ছে বাংলাদেশ।

শুক্রবার (১৫ নভেম্বর) ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি ভারত। আগের দিন ৩২ রানে রাহির বলে ইমরুলের হাতে জীবন পাওয়া আগারওয়ালই আছেন সবচেয়ে তেতে। দ্বিতীয় সেশনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি, পেরিয়েছেন দেড়শো। সঙ্গী রাহানেও এগুচ্ছেন সেঞ্চুরির দিকে। হাতে ৭ উইকেট নিয়ে ১৫৪ রানে এগিয়ে গেছে ভারত। ভারতের রান এখন ৩ উইকেটে ৩০৪।

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ভারতীয়দের দাপট। সকালে চেতশ্বর পূজারা আর বিরাট কোহলিকে দ্রুত ফিরিয়ে আনা ভালো শুরু রাখা যায়নি আসলে এক বোলারের ঘাটতিতে। এই ম্যাচে বাংলাদেশ নেমেছে সাত ব্যাটসম্যান নিয়ে। বিশেষজ্ঞ বোলার আছেন চারজন। পেস বান্ধব উইকেটে পেসার মাত্র দুজন। সকালে তাই দুই পেসারের স্পেল থেমে যাওয়ার পর আর ধন্দে পড়তে হয়নি ভারতীয়দের।

সাধারণত টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন থাকে ব্যাট করার জন্য বেশ ভালো। ইন্দোরের হল্কার স্টেডিয়ামেও হলো তাই। স্পিনাররা মাঝেসাঝে হালকা টার্ন পেলেও তা ব্যাটসম্যানদের ফেলতে পারছে না খুব একটা সমস্যায়। বরং এই সময়ে রানরেটও বাড়িয়ে নিয়েছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫০

ভারত প্রথম ইনিংস: ৮৪ ওভারে ৩০৪/৩ (আগারওয়াল ব্যাটিং ১৫৬, রোহিত ৬, পূজারা ৫৪, কোহলি ০, রাহানে ব্যাটিং ৮৩; ইবাদত ০/৬৫, জায়েদ ৩/৭৪, তাইজুল ০/৯০, মিরাজ ০/৭৫)।

Comments

The Daily Star  | English

Israel says conducted 'extensive strikes' in Iran's west

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago