ডাবল সেঞ্চুরি তুলে নিলেন মায়াঙ্ক

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। সাদা পোশাকে মাত্র অষ্টম ম্যাচ খেলতে নামা এই ডানহাতি ওপেনার দ্বিশতক পূরণও করেছেন রাজকীয় ঢঙে। মেহেদী হাসান মিরাজের ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরে মাইলফলক ছুঁয়েছেন তিনি।
mayank agarwal
ছবি: বিসিসিআই

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। সাদা পোশাকে মাত্র অষ্টম ম্যাচ খেলতে নামা এই ডানহাতি ওপেনার দ্বিশতক পূরণও করেছেন রাজকীয় ঢঙে। মেহেদী হাসান মিরাজের ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরে মাইলফলক ছুঁয়েছেন তিনি।

টেস্টে সবশেষ পাঁচ ইনিংসে এটি তার তৃতীয় সেঞ্চুরি। গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বিশাখাপত্নমে ২৮ বছর বয়সী ব্যাটসম্যান খেলেছিলেন ২১৫ রানের ইনিংস। পরের টেস্টে পুনেতে করেছিলেন ১০৮ রান।

৯৯তম ওভারের পঞ্চম বলে মিরাজের ডেলিভারি গ্যালারিতে পাঠিয়ে ৩০৩ বলে ডাবল সেঞ্চুরির অনবদ্য স্বাদ নিয়েছেন মায়াঙ্ক। ১৭৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে পরের একশো রান করতে তিনি খেলেছেন মাত্র ১৩০ বল। এখন পর্যন্ত মেরেছেন ২৫টি চার, ছক্কা হাঁকিয়েছেন ৫টি।

এই প্রতিবেদন লেখার সময়, ৯৯ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের রান ৪ উইকেটে ৩৬৫। তাদের লিড ২১৫ রানের। মায়াঙ্ক ২০২ ও রবীন্দ্র জাদেজা ১২ রানে ব্যাট করছেন।

প্রথম দিন বিকালে ব্যক্তিগত ৩২ রানে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন মায়াঙ্ক। ইমরুল কায়েসের হাত ফসকে বেরিয়ে গিয়েছিল বল। এদিন সকালে মিরাজের বলে ব্যক্তিগত ৮২ রানে আম্পায়ার এলবিডাব্লিউ আউট দিলেও রিভিউ নিয়ে টিকে যান তিনি। এরপর দাপট দেখিয়ে তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি।

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ভারতীয়দের দাপট। সকালে চেতশ্বর পূজারা আর বিরাট কোহলিকে দ্রুত আউট করে পাওয়া ভালো শুরু ধরে রাখা যায়নি। কারণ এক পেসারের ঘাটতি। পেসবান্ধব উইকেটে মাত্র দুজন ফাস্ট বোলার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। দুই স্পিনার মিরাজ ও তাইজুল ইসলাম মাঝেসাঝে হালকা টার্ন পেলেও তা ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট না। বরং দ্রুতগতিতে রান তুলছে স্বাগতিকরা।

এদিন প্রথম সেশনে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১০২ রান তোলা ভারত দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি। ৩০ ওভারে যোগ করেছে ১১৫ রান। তৃতীয় সেশনের শুরুতেই অবশ্য আজিঙ্কা রাহানেকে ফেরান আবু জায়েদ রাহী। ভারতের পতন হওয়ার উইকেটের সবগুলো নিয়েছেন তিনি।

রাহানের বিদায়ে ভেঙেছে মায়াঙ্কের সঙ্গে তার ১৯০ রানের চতুর্থ উইকেট জুটি। বল হাওয়ায় ভাসিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ১৭২ বলে ৮৬ রানের ইনিংসে ৯টি চার মারেন রাহানে।

আগের দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে চা বিরতির পরপরই বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৫০ রানে। ভারত দিনের খেলা শেষ করেছিল ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৫০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ ৭*, ইবাদত ২; ইশান্ত ২/২০, উমেশ  ২/৪৭, শামি ৩/২৭, অশ্বিন ২/৪৩, জাদেজা ০/১০)।

Comments

The Daily Star  | English

Raise Rohingya repatriation issue at Asean for quick solution

Interim government Chief Adviser Professor Muhammad Yunus requested Malaysian Prime Minister Anwar Ibrahim to raise and pursue the Rohingya repatriation issue at the Association of Southeast Asian Nations (Asean) for a quick solution...Professor Yunus while holding a joint press appe

12m ago